নিলামবাজারে বিদেশী পিস্তল এবং নেশা সামগ্রীসহ আটক দুই যুবক, পুলিশী তদন্ত চলছে
নিলামবাজারে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম রাইফেলসের ২৯ নং ইউনিট স্থানীয় পুলিশের সহযোগিতায় ঐ অঞ্চল থেকে দুই যুবককে আটক করে । এবং এদের সূত্রেই একজনের বোনের বাড়ি থেকে উদ্ধার করা হয় পঁচাশি প্যাকেট নেশাজাতীয় ইয়াবা টেবলেট ও এগারোটি তাজা গুলি সহ একটি বিদেশী পিস্তল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধৃতদের নিলামবাজার থেকে আটক করা হলেও তারা স্থানীয় নয়। ধৃতদের পুলিশ হেফাজতে রেখে জিঞ্জাসাবাদ চালিয়ে যাচ্ছে নিলামবাজার পুলিশ।
পুলিশ ধৃতদের বিরুদ্ধে অবৈধ নেশা সামগ্রী ও মারনাস্ত্র আইনে মামলা রুজু করেছে। ধৃতরা হল পানীঘাটের বাসিন্দা ফৈয়াজ আলীর পুত্র বাহার উদ্দিন (২৭) ও তার প্রতিবেশি মস্তাক আহমদের পুত্র মুতলীব আহমদকে (২৯)।
শনিবার বিকালে আসাম রাইফেলসের ২৯ নং ইউনিটের সহকারি কমাডেন্ট সুখরাজ রায় ও নিলামবাজার থানার ওসি বিশাল সংখ্যাক পুলিশ ও আসাম রাইফেলসের জওয়ানদের নিয়ে অভিযানে নেমে নিলামবাজার তেমাথা থেকে এই দুই যুবককে আচমকা আটক করেন। এদের জিজ্ঞাসাবাদ করে আটক যুবক মুতলীব আহমদের ভগ্নীপতি নিলামবাজার সংলগ্ন আব্দুল্লাপুর গ্রামের রেদওয়ানুল করিমের বাড়িতে তল্লাশী অভিযান চালায় যৌথবাহিনী। এই বাড়ির ধান রাখার ভাড়ার থেকে ইংলণ্ডে তৈরী ৭.৬৫ মডেলের একটি পিস্তল ও পঁচাশি প্যাকেট ইয়াবা টেবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা পুলিশের অভিযান আঁচ করতে পেরে মারনাস্ত্র সহ নেশা সামগ্রী গুলো তাদের বোনের বাড়িতে লুকিয়ে রেখে পার পেতে চেয়েছিল। কিন্তু পুলিশের হাতে সুনির্দিষ্ট তথ্য মজুত থাকায় তাদের চতুরতা কাজে আসেনি। আসাম রাইফেলসের সহকারি কমাডেন্ট সুখরাজ রায় এমর্মে নিলামবাজার পুলিশ থানায় মামলা দায়ের করেছেন।
Comments are closed.