অপরিচিত পুরুষের মৃতদেহ ভেসে আসলো অন্নপূর্ণা ঘাটে
একটি মৃতদেহ আজ ভেসে আসলো বরাক নদীতে। স্থানীয় জনগণ মৃতদেহটিকে সদরঘাটে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ সদরঘাটে পৌঁছানোয় আগেই মৃতদেহটি জলের স্রোতে ভেসে যায়।
এই ঘটনার কয়েক ঘণ্টা পরে তারাপুর পুলিশ স্টেশনে ফোন আসে যে একটি মৃতদেহ শিলচর অন্নপূর্ণা ঘাটে দেখা যাচ্ছে।
তারাপুর পুলিশ আউটপোস্টের সেকেন্ড ইনচার্জ উমেশ শর্মা সাথে সাথে আরও কয়েকজন সঙ্গী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।
আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, পুলিশ এখনও মৃতদেহটি শনাক্ত করতে সক্ষম হয়নি তবে অনুসন্ধান চলছে। “মৃতদেহটি ভেসে উঠেছে তার মানে এটা বেশ কিছু আগের মৃত্যুর ঘটনা। মৃতদেহ দেখে মনে হচ্ছে ঐ ব্যক্তির বয়স ৪০-৫০ বৎসর হবে,” জানান তিনি।
শর্মা আরও জানান যে, আশেপাশের পুলিশ ষ্টেশন গুলোতে খবর নেওয়া হবে কোন নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা আছে কিনা; এই সূত্রেই প্রাথমিকভাবে চেষ্টা চালানো হবে ব্যক্তির পরিচয় বের করার।
Comments are closed.