Also read in

দুটি সফল অভিযানে কাছাড় পুলিশ ৭০ গ্রাম হেরোইন এবং ৯৪ লক্ষ টাকা মূল্যের নেশাজনিত ট্যাবলেট জব্দ করেছে

কাছাড় পুলিশ মাদকদ্রব্য চোরাচালান রুখতে তাদের অভিযান জারি রেখেছে। পুলিশের কর্মকর্তারা আজ দুটি সফল অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানের হেরোইন এবং ওয়ার্ল্ড’স ইওরস(ডব্লু ওয়াই) ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে।

প্রথম অভিযানটি পরিচালনা করেন এস আই (পি) চিরাগ শইকিয়া এবং ঘুঙ্গুর পুলিশ ফাঁড়ির অন্যান্য কর্মকর্তারা। পুলিশ বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, প্রথম অভিযান থেকে ৭০ গ্রাম সন্দেহভাজন হেরোইন পাউডার আটক করা হয়েছে।

এদিকে আজ বেলা তিনটার সময় জিরিঘাট পুলিশ ডব্লু ওয়াই ট্যাবলেটগুলির বড় ধরনের এক চোরাচালান সম্পর্কে তথ্য জানতে পারে। সেই তথ্যের ভিত্তিতে জিরিখাট থানার ওসি মনোজ রাজবংশীর নেতৃত্বে একটি দল ট্যাবলেট চোরাচালানের ঘটনার সন্ধান শুরু করে। মনিপুর-আসামের আন্তরাষ্ট্রীয় সীমানায়, গেটের ঠিক পাশেই এই চোরাচালানের সঙ্গে জড়িত মনিপুরের বাবুপাড়া এলাকার বাসিন্দা জাহাঙ্গির আহমেদকে গ্রেফতার করা হয়। দলটি প্রায় ৯৪ লক্ষ টাকার ৯৪০০ টি ডব্লুওয়াই ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত এক সপ্তাহ থেকে কাছাড় পুলিশ মাদকদ্রব্য চোরাচালান রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। অনেকগুলো সফল অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণ চোরাচালানের মাদকদ্রব্য আটক করা হয়েছে।পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মহন্ত বরাক বুলেটিনের সঙ্গে এক কথোপকথনে বলেছিলেন যে তিনি এ ধরনের অবৈধ কার্যকলাপ সম্পূর্ণভাবে নিঃশ্বেষ করতে চান। মোহন্ত বলেন, ” বরাক উপত্যকায় ট্যাবলেটগুলোর কোনো চাহিদা নেই।এগুলো আগরতলা হয়ে কাছাড়ের মাধ্যমে বাংলাদেশে পাচার করা হয় এবং কাছাড়কে ওই অবৈধ চোরাচালানের প্রবেশপথ হিসেবে ব্যবহার করা হচ্ছে।আমরা এ ব্যাপারে বিশেষ ধরনের সর্তকতা অবলম্বন করছি এবং সবাইকে দৃঢ় ভাবে জানাতে চাই যে এই ধরনের কার্যকলাপের নিষ্পত্তির জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Comments are closed.