গান্ধীবাগের বাণিজ্যিকীকরণ নিয়ে বিতর্ক থামার কোন লক্ষন নেই। সোমবার শিলচরের প্রাক্তন সাংসদ এবং সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের সাথে যুব কংগ্রেসের নেতারা সবুজ রক্ষার দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানে শহরের রমানুজ বিদ্যামন্দির স্কুল বেশ সাড়া জাগান। এর আগে সাইনবোর্ড লাগানো হয়েছিল এই বিদ্যামন্দিরে এবং রিস্টব্যান্ড দেওয়া হয়েছিল ছাত্রদেরকে যাতে লেখা ছিল, “গান্ধীবাগ বাঁচাও, সবুজ’ শিলচর বাঁচাও”। এই প্রসঙ্গে সুস্মিতা দেব সাংবাদিকদের জানান, “আমরা দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া নিয়ে অবগত আছি। প্রদুষণ বর্তমানে এক বিরাট বড় সমস্যা। গান্ধীবাগকে শিলচর শহরের ফুসফুস হিসেবে গণ্য করা হয় এবং এই গান্ধীবাগের সবুজ বাঁচিয়ে রাখা আগামী প্রজন্মের জন্য ও খুবই প্রয়োজন”।
প্রাক্তন সাংসদ জানান, শিলচর পুর বোর্ড বিনোদন পার্ক বানালে তিনি এবং তাঁর দলের কোন সমস্যা নেই। সবাই আমোদ-প্রমোদের একটা জায়গা পাবে, সেটা তো ভালো কথা। ” কিন্তু তারা এটা শিলচর শহর এলাকার বাইরে কোথাও বানাক। আমরা ছাত্র-ছাত্রীদের বোঝাতে চেষ্টা করছি কিভাবে গান্ধীবাগের সবুজ ধ্বংস করে হোটেল, বার, মল তৈরী করার প্রয়াস হচ্ছে, যা প্রকৃতিকে ধ্বংস করার নামান্তর।”
তিনি রামানুজ বিদ্যামন্দিরের ছাত্রদেরকে এই স্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান। “আমরা আগে কাছাড় কলেজে ও এই স্বাক্ষর অভিযান করেছি এবং আমাদের ইচ্ছা আছে প্রতিটি স্কুল কলেজে যাওয়ার। আমরা আশা করছি এই ভাবে আমরা শিলচর পুরসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হব” জানান তিনি।
Comments are closed.