Also read in

নিখোঁজ দুজনের একজন কুড়ি বছরের প্লাবন বণিকের মৃতদেহ ভেসে উঠল বরাকের জলে

শিলচরে দুজন ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, দুদিন আগে শিলচর সদরঘাট এলাকার পুরনো সেতু থেকে এক ব্যক্তির নদীতে ঝাঁপিয়ে পড়ার ঘটনায় রহস্যের সূচনা হয়।

এক প্রত্যক্ষদর্শী ট্যাক্সিচালক জানিয়েছিলেন যে তিনি একজনকে স্কুটারে করে এসে সেতুর পাশে স্কুটারটি পার্ক করতে দেখেন এবং মুহুর্তের মধ্যে সেই ব্যক্তি নদীতে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাটি সম্পর্কে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে জানানো হয়। পুলিশ জানতে পারে যে মেহেরপুরে অবস্থিত পুষ্পা বিহার লেনের বাসিন্দা টুম্পা বণিকের নামে স্কুটিটি রেজিস্টার করা রয়েছে।

পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টুম্পা বণিক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান যে স্কুটারটি তার না হলেও তার ভাই জয় বণিক এটি চালাচ্ছিল। এদিকে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিটিকে উদ্ধার করতে নদীতে তল্লাশি অভিযান চালানো হলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

অন্যদিকে আশ্চর্যজনকভাবে জয় বণিকের পরিবারের লোকজন বুঝতে পারেন যে জয় বণিকের ভাগ্নে প্লাবন বণিকও একই দিন থেকে নিখোঁজ রয়েছেন। জয় বণিকের নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে শিলচর সদর থানায় ইতিমধ্যেই একটি নিখোঁজ ডায়েরি নিবদ্ধ করা হয়েছিল। এরপর একই পরিবারের পক্ষ থেকে প্লাবন বণিককেও পাওয়া যাচ্ছে না বলে আরো একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। এভাবে একই সঙ্গে দুজনকে খুঁজে না পাওয়ায় পরিবারের লোকজন যেমন দুশ্চিন্তায় ভেঙে পড়েন, তেমনি ঘটনাটিতে রহস্যের গন্ধ পান অনেকে।

এসবের মধ্যেই আজ সকালে তারাপুর এলাকার স্থানীয়রা একটি ভাসমান মৃতদেহ ওয়াটার সাপ্লাই প্ল্যান্টের দেওয়াল ঘেঁষে আটকে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফুলে যাওয়া মৃতদেহটি উদ্ধার করে। সঙ্গে সঙ্গে বণিক পরিবারকে অজ্ঞাত পরিচয় মৃতদেহটির সম্পর্কে জানানো হয়। পরিবারের লোকজন থানায় পৌঁছে মৃত ব্যক্তির নাম প্লাবন বণিক বলে চিহ্নিত করেন। পুলিশ জানিয়েছে,” প্লাবন বণিকের মাসি এসে মৃত ব্যক্তিকে কুড়ি বছরের প্লাবন বণিক বলে শনাক্ত করেছেন।”

শিলচরের মত শহরে এ ধরনের ঘটনা আশ্চর্যজনক তো বটেই, সেইসঙ্গে জনমনে আতঙ্কেরও সৃষ্টি করেছে। এই রহস্যজনক ঘটনাটির রহস্য উদঘাটন করতে তদন্ত চলছে বলে পুলিশ জানায়। তদন্ত চলাকালীন অবস্থায় তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Comments are closed.