Also read in

বরাক উপত্যকায় আরও একটি যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে

 

দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে। করিমগঞ্জ জেলার দুল্লভছড়ায় অতিশীঘ্র একটি যাত্রীবাহী ট্রেন দেওয়া হচ্ছে যা শিলচর এবং করিমগঞ্জকে যুক্ত করবে। স্থানীয় সিভিল অর্গানাইজেশনের সভাপতি অংশুমান পাল এ তথ্য জানিয়েছেন। তার কথা অনুযায়ী, এনএফ রেলওয়ের জিএম সঞ্জীব রায় তাঁকে ব্যক্তিগতভাবে ফোন করে একথা জানিয়েছেন।

“আমরা বহু বছর ধরে শিলচর ও দুল্লভছড়ার মধ্যে আরেকটি যাত্রীবাহী ট্রেনের দাবি জানিয়ে আসছি।এ বিষয়ে বহুবার আমরা প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছি” অংশুমান পাল বরাক বুলেটিনের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান। তিনি আরো বলেন, “জেনারেল ম্যানেজার আমাকে ফোন করে জানান যে শিলচর দুল্লভছড়ার মধ্যে সংযোগকারী একটি যাত্রীবাহী ট্রেনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এ প্রস্তাব অনুমোদনের জন্য রেলওয়ে বোর্ডের কাছে প্রেরণ করা হয়েছে।”

এখন সপ্তাহে তিন দিন একটি ট্রেন চললেও এখানে আরো একটি ট্রেন চলাচলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে চলমান ট্রেনটি অদ্ভুত সময়ে যাতায়াত করছে। ফলে এই ট্রেন থেকে কেউ উপকৃত হচ্ছেন না। কারণ ট্রেনটি শিলচর থেকে সকাল পাঁচটায় রওয়ানা হয়ে ৮ টা ৪৫ মিনিটে এ দুল্লভছড়ায় পৌঁছে। খুব স্বাভাবিক ভাবেই সাত সকালে বেশি কেউ দুল্লভছড়ায় আসেন না। বরং সময়টা উল্টো হওয়া উচিত ছিল। এই অবস্থায় আরও একটি ট্রেনের প্রয়োজনীয়তা রয়েছে যে ট্রেনটি রাতভর দুল্লভছড়ায় থেকে ভোরে শিলচর অভিমুখে রওনা হবে।”

Comments are closed.