Also read in

রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটে গড়ে উঠছে নয়তলা বিশ্বমানের শপিং মল

রাঙিরখাড়ি সঞ্জয় মার্কেটের কাজ শুরু হচ্ছে ৭ দিনের মধ্যেই; গড়ে উঠবে নয়তলা উঁচু বিশ্বমানের শপিং মল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা “জয় ঠাকুর কনস্ট্রাকশন কোম্পানি”র কর্মকর্তা সৌমিত্র দত্ত রায়।

পিপিপি মডেলে প্রায় কুড়ি কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই শপিং মল, নাম হবে রাঙ্গিরখাড়ি মিউনিসিপাল মার্কেট। ষাট শতাংশ কভারেজ এরিয়া নিয়ে আপত্তি উঠায় নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন জেলাশাসক লয়া মাদ্দুরি। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ৪০ শতাংশ কভারেজ এরিয়া দিয়ে প্রস্তাবিত মলের নতুন করে লে-আউট জমা দেওয়া হয়। গত ২৬শে ডিসেম্বর রাজ্যের পুর প্রশাসন বিভাগ এই কাজের অনুমতি প্রদান করেছে।

সাংবাদিক বৈঠকে পুরপতি বলেন, “২০০৬ ইংরেজিতে সঞ্জয় মার্কেটে মনের প্রস্তাব উঠেছিল, কিন্তু পূর্ববর্তী বোর্ড সেই কাজে অগ্রসর হতে পারেনি, তাই এই প্রস্তাব প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। মামলা-মোকদ্দমা সবকিছু সমাপ্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রস্তাবের বাস্তবায়ন শুরু হবে।”

পুরপতি আরও জানান, রাজ্য সরকারের আইডিএসএমটি প্রকল্পে এই ভবন নির্মাণের কথা থাকলেও মঞ্জুরীকৃত টাকায় বর্তমানে তার বাস্তবায়ন অসম্ভব। তাই পিপিপি মডেলে এই মার্কেট নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। আগে যে টাকা মঞ্জুর করা হয়েছিল সেটা বর্তমানে প্রায় এক কোটিতে দাঁড়িয়েছে; সেই টাকা কলেজ রোডের সৎসঙ্গ মার্কেট নির্মাণে ব্যয় করা হবে।

জয় ঠাকুর কনস্ট্রাকশনের পক্ষ থেকে কর্মকর্তা সৌমিত্র দত্ত রায় জানান, “এই কাজে যা কিছু ঝামেলা ছিল সব শেষ হয়ে গেছে। সরকারি নিয়মে কভারেজ দিয়ে বিল্ডিং বানানো হবে। এই প্রকল্পের আনুমানিক ব্যয় আঠারো থেকে কুড়ি কোটি টাকা। বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর আগামী ১৮ মাসের মধ্যে সম্পন্ন হবে। এই মল যাতে বিশ্বমানের গড়ে ওঠে সে ব্যাপারে আমাদের কনস্ট্রাকশন কম্পানি কোনো ত্রুটি রাখবে না।”

Comments are closed.