Also read in

কাছাড় পুলিশের তিনটি সফল অভিযানে উদ্ধার মোবাইল ফোন, জব্দ ড্রাগস্

কাছাড় পুলিশের জন্য আজকের দিনটি খুবই ভালো প্রতিপন্ন হয়। কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ১৯টি মোবাইল ফোন উদ্ধার করল কাছাড় পুলিশ। এ ব্যাপারে পুলিশ দুই জনকে গ্রেফতারও করেছে।

কাছাড় পুলিশ এক বিবৃতিতে বলেছে, রাঙ্গিরখাড়ি পুলিশ থানার এসআই পল লালহিমসাং’র নেতৃত্বে এক অভিযানে চুরি হওয়া আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং কেস নম্বর ৪৪০০/১৯ইউ/এস৩৮০ আইপিসি’ র সঙ্গে জড়িত রেবুল মজুমদারকে গ্রেফতার করা হয়। মজুমদার গঙ্গানগর দশম খন্ড, কচুদরমের বলে জানা যায়। একইভাবে বাশকান্দির এসআই আতিকুর রহমানের নেতৃত্বে ১১ টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। চুরি যাওয়া আরো অন্যান্য সামগ্রীর সঙ্গে একটি ল্যাপটপও উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর পুলিশ স্টেশনে দায়ের করা চুরির কেস নম্বর ৬/২০ইউ/এস৩৮০/৪৫৭ আই পি সি’র সঙ্গে জড়িত মোহাম্মদ মকবুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

অন্যদিকে এদিন সন্ধ্যায় নির্দিষ্ট তথ্যের উপর নির্ভর করে এক অভিযান চালিয়ে চিরুকান্দি এফসিআই এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে এবং ‘ডাব্লু ওয়াই’ ব্র্যান্ডের ৩০ হাজার ‘ইয়াবা’ নেশা জাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার দর হবে ৫০-৬০ লক্ষ টাকা। এই অভিযানে একটি হুন্ডাই ইওন, দুটি মোটরসাইকেল পালসার ২২০ এবং ইয়ামাহা আর ১৫ জব্দ করা হয়।

এখানে উল্লেখ্য, এই একই দল বড়দিনে জিরিঘাট থেকে ডব্লিউ ওয়াই ব্র্যান্ডের ৪১০০০ ‘ইয়াবা’ ট্যাবলেট জব্দ করে এবং দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল।

Comments are closed.