
মেহেরপুর এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫, গুরুতর দুই
এক ভয়ানক পথ দুর্ঘটনায় শিলচর শহরের মেহেরপুর এলাকায় কম করে পাঁচ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই গুরুতর। আজ বিকেল দুটো তিরিশ মিনিট নাগাদ মেডিকেল কলেজের দিক থেকে শিলচর গামী একটি লরি এবং শহর থেকে মেডিকেল অভিমুখী একটি অটো রিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘুঙ্গুর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার কাছে।
একজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, ট্রাকের পেছনের চাকা এবং অটোরিক্সার সামনের চাকায় সংঘর্ষ হয়; যদিও দুটো বাহনেরই পাশে যথেষ্ট জায়গা ছিল। দুটো যানবাহনই তাদের গতির জন্য বেসামাল হয়ে পড়েছিল। ” সংঘর্ষের পর আহতদের রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অটো চালক গুরুতর ভাবে আহত হয় কিন্তু ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়,” জানালেন ঘটনাস্থলের পাশের এক চায়ের দোকানী।
সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, তুলসী দাস (৬২) নামক এই ট্রাকচালককে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
অটোরিকশাটির নম্বর ছিল AS 11 CC 6348; ট্রাকের নাম্বার প্লেটে লেখা ছিল AS11 AC 6350 ।
বটেরতল এলাকার জামাল উদ্দিন মজুমদার নামক এক ব্যক্তি অটোরিকশাটি চালাচ্ছিলেন যিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার জানিয়েছেন যে, শালচাপরা এলাকার বসাই মিয়ার পুত্র মাশুক আহমেদের অবস্থা ও সঙ্কটজনক। অপর তিন আহত ব্যক্তিরা হলেন সুভাষ নুনিয়া (৪৬) সঞ্জীব নুনিয়া (২৬) এবং কমল নুনিয়া। এরা তিনজনই ফকিরটিলা এলাকার বাসিন্দা।
এখানে উল্লেখ্য, প্রায় মাস দুয়েক আগে মেহেরপুর এলাকায় এক দামাল ট্রাক মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছিল। আজকের ঘটনায় ও স্থানীয়রা ট্রাকের অনিয়ন্ত্রিত চালনাকে অনেকাংশে দায়ী করেছেন।
Comments are closed.