Also read in

দাসকলোনিতে প্রকাশ্য দিবালোকে রাস্তায় অটো দাঁড় করিয়ে ড্রাগস সেবন, গ্রেফতার কনকপুরের দুই যুবক

দাসকলোনিতে দিনের আলোয় রাস্তায় অটো দাঁড় করিয়ে ড্রাগস সেবন করছিলেন কণকপুর এবং শরৎপল্লীর দুই যুবক। এলাকার ছেলেরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করে এবং এই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

ঘটনায় মূল অভিযুক্তের নাম নিজামুদ্দিন লস্কর (বাপন), বাড়ি কনকপুর পার্ট ২, বয়স ৩৫। অপর ব্যক্তির নাম অপু দাস, বাড়ি শরৎপল্লিতে।

ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে এগারটা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা হঠাৎ করে দেখতে পান দুটি অটো পর্দা নামিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়ি করিয়ে রাখা হয়েছে। তাদের সন্দেহ হয় এবং বাইরে থেকে ডাকাডাকি করে কোনও আওয়াজ না পেয়ে পর্দা সরিয়ে দেখতে পান ভেতরে দুই ব্যক্তি ড্রাগস সেবন করছে। তাদের সঙ্গে বেশ কয়েকটি ড্রাগসের কৌটা ও রয়েছে ।

সঙ্গে সঙ্গে কৌটো সহ দুই ব্যক্তিকে আটক করে এলাকার পুরকমিশনার এবং পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পরই পুলিশ আসে এবং এদের দুজনকে তুলে নিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা রাঙ্গিরখাড়ি থানায় এজাহার দায়ের করেন।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আপাতত দুজনকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দুজনেই শরৎপল্লী এবং কনকপুর এলাকার বাসিন্দা। দাসকলোনিতে এসে অটোর মধ্যে প্রকাশ্যে ড্রাগস সেবন করায় এলাকাবাসীরা তাদের আটক করেন। যখন তাদের আটক করা হয়েছে সেই সময় তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তবে ঘটনার পুরোপুরি তদন্ত হচ্ছে।

স্থানীয় পুরকমিশনার অসীম দাস এসে এদেরকে পুলিশের হাতে তুলে দিতে সাহায্য করেন। তিনি বলেন, “আমি এলাকার ছেলেদের সচেতনতা এবং বুদ্ধিমত্তার প্রশংসা করছি। আমরা দাসকলোনি সহ পুরো এলাকাকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যুব সমাজকে শরীরচর্চা এবং সুস্থ জীবনযাপনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেকেই কাজ করছেন। ড্রাগস সহ সব ধরনের নেশার বিরুদ্ধে সরব রয়েছি আমরা। এর ফলে আজ এলাকার ছেলেরা ড্রাগস সেবনকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় একটি উদাহরণ তুলে ধরা গেছে। ভবিষ্যতে অন্য কোনও এলাকার মানুষ আমাদের এখানে এসে এভাবে প্রকাশ্যে নেশা করার সুযোগ পাবে না।”

Comments are closed.