Also read in

রংপুর থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকার মাদক উদ্ধার করল সিআরপিএফ

আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে বুধবার শিলচরের রংপুর এলাকা থেকে বিশাল পরিমাণের মাদক টেবলেট উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, ‘ওয়ার্লড ইজ ইওর্স (ডব্লুওয়াই) নামের মাদক ট্যাবলেটগুলোর আন্তর্জাতিক বাজারে মুল্য প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা।

এক গোপন সুত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে ১৪৭ সিআরপিএফ কাশীপুর ব্যাটালিয়ন কাছাড় পুলিশের সঙ্গে মিলে রংপুরের কালীবাড়ি লজে তল্লাশি চালায়। এতে প্রায় একশ প্যাকেট ডব্লুওয়াই ট্যাবলেট উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক চোরাবাজার হয়ে এঅঞ্চলে বিক্রির জন্য এগুলো আনা হয়েছিল বলেই পুলিশের ধারনা। ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের নাম হচ্ছে, জায়েদ আহমেদ ( ২৮) এবং জালাল উদ্দিন (৩৬), দুজনেই করিমগঞ্জের বাসিন্দা।

 

Zayed Ahmed and Jallaluddin

কাছাড় পুলিশের তরফে সদর থানার ডিএসপি এজে বরুয়া বলেন, আটক ব্যক্তিদের বয়ান থেকে জানা গেছে তারা মাদকগুলো ত্রিপুরা থেকে আসা সঞ্জিত (ওরফে ‘মামা’) নামের এক ব্যক্তির জন্য নিয়ে যাচ্ছিলেন। সঞ্জিত করিমগঞ্জ থেকে সকালে শিলচরের উদ্দেশ্যে রওনা দিলেও যথাসময় এসে পৌছতে না পারায় তাকে ধরতে পারেনি পুলিশ। তবে তাকে এবং মাদক পাচার চক্রটিকে ধরার চেষ্টা চালিয়ে যাবেন তারা।

সিআরপিএফ আধিকারিকরা জানান, এক গোপন সুত্রে বুধবার ভোরেই তাঁরা খবরটি পান এবং স্থানীয় পুলিশের সঙ্গে মিলে অভিযানটি পরিকল্পনা করা হয়। এটি এবছরের সব থেকে বড় অভিযান, গত নভেম্বর মাসে এভাবেই একটি অভিযান চালিয়ে প্রচুর পরিমান গাঁজা আটক করা হয়েছিল।

 

WY Drugs confiscated in Silchar, Assam

 

একই দিনে ধলাইর মিজোরাম সীমানা সংলগ্ন এলাকা থেকে বড় আকারের বিস্ফোরক সামগ্রী উদ্ধার করে সিআরপিএফ। আধা সামরিক বাহিনীর এক অভিযানে ২০টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। পাশাপাশি চারজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে ধলাই পুলিশ থানায় সমঝে দেওয়া হয়। সিআরপিএফের তরফে খবরটি জানানো হয়েছে।

Comments are closed.