দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট ৩১শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি, দাবি না মানলে অনির্দিষ্টকালীন
বিভিন্ন পর্যায়ে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাংক ইউনিয়নগুলির সম্মিলিত সংস্থা ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স। প্রথম পর্যায়ে আগামী ৩১ জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
মূলত, বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবিতে ইউএফবিইউ’র তরফে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷
আগামী ২০শে জানুয়ারি থেকে ‘নিয়ম মাফিক কাজ’ দিয়ে আন্দোলন শুরু হবে। ৩১শে জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারির ধর্মঘটের পর দ্বিতীয় পর্যায়ের ধর্মঘট কার্যসূচিতে মার্চের তিনদিন ১১, ১২ ও ১৩ তারিখ ধর্মঘট করবে ব্যাঙ্ক কর্মীরা ৷
এর পর ও দাবি মানা না হলে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১লা এপ্রিল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হবে।
বেতন কাঠামো পুনর্বিন্যাস-সহ একাধিক দাবিতে আইবিএ-র সঙ্গে ১৩ জানুয়ারির আলোচনা বৈঠকের পর এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স-এর তরফে ১৫ ই জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১২ দফা দাবির মধ্যে রয়েছে বেতন কাঠামো পুনর্বিন্যাস, পাঁচদিনের ব্যাংকিং, মূল বেতনের সঙ্গে বিশেষ ভাতা সংযুক্তিকরণ, নতুন পেনশন পরিকল্পনা বাতিল, পেনশন কাঠামো পুনর্বিন্যাস, ফ্যামিলি পেনশন কাঠামো বিন্যাস প্রভৃতি।
Comments are closed.