উধারবন্দ পুলিশের সফল অভিযান, জুয়ার সামগ্রীসহ একদল জুয়াড়ি আটক
উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর, সেকেণ্ড অফিসার ডি এন বৈশ্যের নেতৃত্বে সফল অভিযান চালালো উধারবন্দ পুলিশ। আটক করল একদল জুয়াড়িকে। সেইসঙ্গে জুয়ার বিভিন্ন সামগ্রীও আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেল পাঁচটা নাগাদ উধারবন্দ পুলিশ কালিবাড়ি রোডে ওৎ পেতে বসে থাকে। এরপর একটি মারুতি ভ্যান ও বলেনো গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে জুয়ার বিভিন্ন সামগ্রী সহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই মারুতি ভ্যান ও বলেনো গাড়ি দুটি ডলু থেকে উধারবন্দ আসছিল। তাদের উপর তল্লাশি চালিয়ে জুয়ার নানাবিধ সামগ্রী এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন খাসপুর বাঘেরকোনার বাসিন্দা আজিজুর রহমান (৪৪), একই গ্রামের আমিজুর বড়ভূইয়া (২২), সারুল হক লস্কর (২০), কুম্ভা চা বাগানের বাসিন্দা সঞ্জু কুর্মী (৩০), নিচতল বাগানের বাসিন্দা সত্যজিৎ হাজাম (৪৫), কুম্ভা চা বাগানের বাসিন্দা কাজল তাঁতি (৪২), ওই একই চা বাগানের প্রেমজিত বড়াইক(২৫), শাল গঙ্গার বাসিন্দা সুমিত কুর্মী (১৭), শালগঙ্গার’ই বাসিন্দা হারমত আলি(৫০), লাংলাছড়া চা বাগানের বাসিন্দা সঞ্জয় কুর্মী( ৩০)। তাদেরকে বৃহস্পতিবার শিলচর আদালতে তোলা হয় বলে জানা গেছে।
Comments are closed.