শিলচর ন্যাশনাল হাইওয়ের বিশ্বজিৎ পালের মৃতদেহ পাওয়া গেল তিনসুকিয়ার পিজি হোষ্টেলে
অত্যন্ত দুঃখজনক ভাবে শেষ পর্যন্ত তিনসুকিয়া থেকেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল শিলচর ন্যাশনাল হাইওয়ের বিশ্বজিৎ পালের।
মূলত বিলপার এলাকার বাসিন্দা হলেও নতুন গৃহ নির্মাণ করে শিলচর ন্যাশনাল হাইওয়েতে উঠে এসেছিলেন বিশ্বজিতেরা। অজিত কুমার পাল এবং সুদীপা পালের পুত্র বিশ্বজিৎ পাল (২৬) একটি ব্যক্তিগত কোম্পানির অধীনে কাজ করতেন। কর্মসূত্রে তিনসুকিয়া পাইনউড হাসপাতালের কাছে নমিতা পেইং গেস্টের হোষ্টেলে থাকতেন । গত রবিবার থেকে উনার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সামাজিক মাধ্যমগুলোতে ও এই নিখোঁজ সংবাদ বহুল প্রচারিত হয়েছিল।
বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ ঐ পেইং গেস্টহাউসের একটি অব্যবহৃত ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বাড়ির লোকেরা এই দৃশ্য দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আজ শনিবার তার মৃতদেহ শিলচরে নিয়ে আসা হবে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে গেস্টহাউস থেকে বেরিয়ে পড়েছিলেন বিশ্বজিৎ। পেইং গেস্ট হাউস থেকে বেরিয়ে যাবার দৃশ্য একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল। তারপর থেকে রহস্যজনকভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নিখোঁজ সংক্রান্ত এজাহারের পরেও পুলিশ কেন পেইং গেস্ট হাউসে ভালোভাবে অন্বেষণ করেনি সেটা একটা আশ্চর্য ঘটনা। তাছাড়া, ঐ গেস্টহাউসের অন্যান্য বাসিন্দারা গেস্ট হাউসেরই অন্য ঘরে বিশ্বজিতের দেহ ঝুলন্ত অবস্থায় থাকা সত্ত্বেও কিছু বুঝতে পারেননি, সেটাও অবাক কান্ড। কোন রহস্য জনক ঘটনা থাকলে পুলিশি তদন্তে বেরিয়ে আসবে সেটাই আশা করা যায়।
Comments are closed.