Also read in

নিখোঁজ প্রাক্তন সেনা কর্মীর পচাগলা লাশ উদ্ধার, এলাকায় বিষাদের ছায়া

দুই মাস থেকে নিখোঁজ থাকা প্রাক্তন সেনা কর্মী রহিম খানের (৫৪) পচা-গলা লাশ উদ্ধার হল মঙ্গলবার স্কটপুর বাগানের পার্শ্ববর্তী জঙ্গলে। বাগানের চা শ্রমিকরা প্রথমে এই পচা গলা লাশ দেখতে পায়। সাথে সাথেই খবর রটে যায় সমগ্র অঞ্চলে , খবর যায় বাঁশকান্দি পুলিশের কাছে। পরিবারের লোকজন রহিম খানের পরনের কাপড় দেখে তাকে শনাক্ত করেন।

বাশকান্দি পুলিশের ইনচার্জ আতিকুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠান। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয়।

আলিপুর ক্রিস্টান মিশনারি হাসপাতালে কাছেই রহিম খানের বাড়ি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আলিপুর পূর্ত সড়ক ও জাতীয় সড়কের সংযোগ স্থলের এক দোকান থেকে কিছু কিনতে গিয়ে গত ১৬ই নভেম্বর দুপুর ১২টা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রহিম খান। নিখোঁজের পর সামাজিক মাধ্যমগুলোতে নিখোঁজ সংক্রান্ত সংবাদ বিশদভাবে প্রচারিত হয়, কিন্তু তার কোন হদিস পাওয়া যায়নি।

এই রহস্যজনক মৃত্যুর ঘটনাকে হত্যা হিসেবে সন্দেহ করছেন আত্মীয়-স্বজন। পুলিশি তদন্তে আসল সত্য বেরিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Comments are closed.