কর্তব্যরত ট্রাফিক পুলিশের নাকে ঘুষি মদ্যপ অটোচালকের, গ্রেফতার
শহরে সন্ধ্যা রাতে এক কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ঘুষি মারলেন এক মদ্যপ অটো চালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে দেবদূত পয়েন্টে রাত নটা নাগাদ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অটোচালক নো এন্ট্রি ভেঙ্গে ঢুকতে গেলে ওই স্থানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কমরুল ইসলাম মজুমদার এগিয়ে যান। মদ্যপ অবস্থায় থাকা অটোচালক অর্জুন দাস তখন সজোরে ট্রাফিক পুলিশের নাকে ঘুষি বসিয়ে দেয়। অর্জুনের ঘুষিতে কমরুল ইসলাম মজুমদারের নাক ফেটে রক্ত ঝরতে থাকে। আশেপাশের লোকজন জড়ো হয়ে অর্জুনকে আটক করে কিছুটা উত্তম-মধ্যম দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কমরুল ইসলাম মজুমদারকে রক্তাক্ত অবস্থায় সিভিল হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে অভিযুক্ত অটো চালক অর্জুন দাসকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়। অটোচালক অর্জুনের বাড়ি মালুগ্রাম এলাকার দেবীপ্রসাদ রোডে। সংবাদ সংস্থার প্রতিনিধির জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তার অটো চালনার লাইসেন্স নেই তবে অটোটি তার নিজের এবং সে ছয় মাস ধরে অটো চালাচ্ছে। মদ্যপ অবস্থায় থাকার কথাও স্বীকার করেছে সে।
এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীদের মধ্যে।
Comments are closed.