Also read in

রাস্তা আটকে বিয়ের শোভাযাত্রা, শিলচরের আরবান কালচারে নতুন সংযোজন

শিলচর শহরে নতুন কালচার, বিয়ের শোভাযাত্রা, সড়ক আটকে জ্যাম লাগিয়ে বিয়ে করতে যাওয়া। এর অন্যতম উদাহরণ শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল রোডে দেখা গেল। হঠাৎ করে দেখতে পাওয়া যায়, দু’পাশের সব গাড়ি, এমনকি এম্বুলেন্সও আটকে দিয়ে বিয়ের শোভাযাত্রা বেরিয়েছে। বড় ইনোভা গাড়িতে বর এবং তার পেছনে পেছনে নাচতে নাচতে চলছেন বরযাত্রীরা। রাত তখন প্রায় নয়টা, সাধারণ মানুষ বিভিন্ন কাজ সেরে বাড়ি ফিরবেন, এমন সময় প্রায় ঘন্টাখানেক রাস্তা আটকে রাখলেন বিয়ের শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। এটা অবশ্যই এক নতুন সংস্কৃতির উদ্ভাবন শিলচর শহরে।

ট্রাফিক জ্যামের সমস্যায় শহরের মানুষ সারাবছর ভোগেন। দিনের বেলা ট্র্যাফিক জ্যাম থাকলেও সন্ধ্যের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন আরোহীরা। বিশেষ করে পুজোর মরসুম শেষ হওয়ার পর সন্ধ্যেবেলা শহরের রাস্তা স্বাভাবিক হয়ে পড়ে। বছর শুরুর সঙ্গে সঙ্গেই বিভিন্ন পুজোর মূর্তি নিয়ে সন্ধ্যেবেলা শহরে মিছিলের সংস্কৃতি রয়েছে শিলচরের। অতীতের দুই জেলাশাসক এস বিশ্বনাথন এবং এস লক্ষ্মণন এ ব্যাপারে বেশকিছু কড়া পদক্ষেপ নিয়েছিলেন। পরে লায়া মাদ্দুরি থাকার সময়ও শিলচর পুরসভার সঙ্গে মিলে বিভিন্ন নিয়ম চালু করতে সমর্থ হয়েছিল জেলা প্রশাসন। তবে বিয়ের নামে শহরে শোভাযাত্রার নতুন সংযোজন ধীরে ধীরে অনেক সমস্যার সৃষ্টি করছে। এমনিতেই বিয়ের মরশুমে শহরের আবর্জনা এবং বিভিন্ন দিক দিয়ে সুরক্ষার ব্যাপারে চিন্তিত থাকতে হয় প্রশাসনকে। বিভিন্নভাবে সাধারণ মানুষ এগুলো নিয়ে ভোগেন। শান্তিপ্রিয় শহরবাসী সবটাই ধীরে ধীরে মেনে নেওয়ার অভ্যাস করেন। তবে হঠাৎ করে শহরের রাস্তা আটকে দিয়ে বিয়ের শোভাযাত্রার অভ্যাসটি এখনো শহরের মানুষ গড়ে তোলেন নি। হয়তো অদূর ভবিষ্যতে এটাও আমাদের আরবান কালচারের আরেকটি অংশ হতে চলেছে।

Comments are closed.