Also read in

তথাকথিত স্ত্রীকে হত্যা করে পুলিশে আত্মসমর্পণ জয়দীপের

গতকাল রাতে জয়দীপ দাস (২৫) নামে এক ব্যক্তি তার স্ত্রী দিয়া রায়কে (২৫) হত্যা করেন। এরপর তিনি পুলিশের কাছে এই জঘন্য অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন। তিনি বলেন, কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে মারপিট হয় এবং ক্রোধের বশে তিনি তার স্ত্রীকে আঘাত করেন এবং এরই ফলে দিয়া রায়ের মৃত্যু ঘটে।

যখন কর্মকর্তারা তদন্ত শুরু করেন তখন  ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত সরকার অনুমোদিত নথিপত্র থেকে জানা যায় মহিলার প্রকৃত নাম কাকলি চক্রবর্তী।

জয়দীপ আরো স্বীকার করেন যে তাদের বিয়ে হয়নি। কিন্তু ১০ ফেব্রুয়ারি থেকে দিয়া (কাকলি)র সঙ্গে বাস করছেন। শিলচর ইটখোলায় তার নিজস্ব বাড়ি থাকা সত্বেও দম্পতি শিলচর আশ্রম রোডের আজাদ হিন্দ লেনে একটি ভাড়াটে বাড়িতে অবস্থান করছিলেন।

Crime scene of the murder

 

সদর থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরাক বুলেটিন ডট কম কে জানান যে মহিলাটি ইতিমধ্যে বিবাহিত এবং একটি শিশুসন্তানও রয়েছে। কাকলি সক্রিয়ভাবে পতিতাবৃত্তিতে জড়িত ছিলেন এবং তাদের দুজনের দেখাও হয় এভাবেই ।

পুলিশ আমাদের আরও জানায় যে উভয়ই ড্রাগ এবং মাদক আসক্ত ছিলেন।

মৃত মহিলার পরিচয় সম্পর্কে পুলিশ এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। এদিকে যেখানে তারা ভাড়াটে হিসেবে থাকতেন সেই বাড়ির মালিক আমাদের জানান যে বাড়ি নেওয়ার সময় নিজেদেরকে বিবাহিত দম্পতি বলে পরিচয় দিলেও পরে বার বার অনুরোধ করা সত্বেও তারা কোনও পরিচয় পত্র দেখায়নি।

 

 

 

 

 

 

Comments are closed.