
বরাকের এক ঝাঁক শিল্পী নিয়ে শিলচরের দুই তরুণের ছবি 'দৃশ্যাবৃত্তি'র টিজার রিলিজ হল
টিজার রিলিজ হলো শিলচরের দুই তরুণের তৈরি ছবি দৃশ্যাবৃত্তি-র টলিউডের বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে অভিনয় করলেন বরাকের এক ঝাঁক শিল্পী
ছবি তৈরিতেও এখন আর পিছিয়ে নেই শিলচর সহ বরাক উপত্যকা। খুশির খবর হলো চলতি বছরের মে মাসেই মুক্তি পেতে চলেছে শিলচরের দুই তরুণ অমিত রায় ও বিপ্র দাশগুপ্ত পরিচালিত সাইকো থ্রিলার বাংলা ছবি দৃশ্যাবৃত্তি। মঙ্গলবার সন্ধ্যায় শিলচরের বিলাসবহুল হোটেলে আনুষ্ঠানিক ভাবে ছবিটির টিজার রিলিজ করা হয়। টিজার রিলিজ করেন শহরের বিশিষ্ট নাট্যকার চিত্রভানু ভৌমিক, অভিনেতা প্রদীপ দাস এবং পরিচালক অমিত রায়ের মা অনিমা রায়।
কলকাতার এক্স ল্যাব প্রোডাকশন থেকে সাইকো থ্রিলার ছবি দৃশ্যাবৃত্তি তৈরি হচ্ছে মূলত শিশু ও মহিলাদের ওপর যৌন নির্যাতনের গল্প নিয়ে। বছর পঁচিশে অর্থাৎ যৌবনে যে যুবকটি যৌন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, সেই একই মানুষ প্রৌঢ়ত্বে পৌঁছে যেন একটি দানবের রূপ নেয়। তার লালসা থেকে বাদ পড়েনি শিশু-কিশোরীও। রহস্য রোমাঞ্চে গল্প এভাবে মোড় নিলেও একসময় শুভবুদ্ধির উদয় হয় মানুষটির মধ্যে।
হ্যাঁ, কলকাতায় মানে টলিউডে ইতিমধ্যে শুটিং হয়ে গেছে ছবিটির। আউটডোর লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছিল সল্টলেক ও বিরাটি অঞ্চলের কিছু জায়গা। ঘন্টা দেড়েকের এই বাংলা ছবিতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তার সঙ্গে অভিনয় করেছেন শিলচরের সীমা পুরকায়স্থ, মমতা রায়, রন মল্লিক, মৌসম চক্রবর্তী, শুভজিৎ দাস, কাবেরী রায়, অস্মিত রায়, করিমগঞ্জের তনুশ্রী চক্রবর্তী এবং খোদ পরিচালক অমিত রায়।
টিজার রিলিজের অনুষ্ঠানে শিলচরের তরুণদের ছবি তৈরির এই প্রয়াসের ভুয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন অভিনেতা ও নাট্যকার রাহুল দাশগুপ্ত এবং প্রদীপ দাস। শিলচর তথা বরাক উপত্যকায় প্রতিভার কোন অভাব নেই। এভাবে সিনেমা বানানোর উদ্যোগ আগামী দিনে এই অঞ্চলের প্রতিভাদের টলিউডেও প্রতিষ্ঠা পাইয়ে দিতে সক্ষম হবে। অনুষ্ঠানের সঞ্চালক শিবম দাস জানান ২০১৯ এর অক্টোবর মাসে এই ছবি তৈরীর জন্য শিলচরে অডিশন নেওয়া হয়েছিল। অডিশন দিয়েছিলেন ৫০ জনেরও বেশি শিল্পী। এর মধ্যে থেকে সেরা 8 জনকে বাছাই করা হয়েছে ছবিতে অভিনয় করার জন্য। আগামী মে মাসে শিলচরের মাল্টিপ্লেক্সেও দেখানো হবে ছবিটি।
Comments are closed.