Also read in

আবার পালসার বাইক নিয়ে ছিনতাই, আজ শিলচরে দুই লক্ষাধিক খোয়ালেন ভাস্কর রঞ্জন বর্মণ

বাইক নিয়ে ছিনতাইয়ের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে বরাক উপত্যকায়। গতকালই পালসার বাইক নিয়ে করিমগঞ্জে এক ব্যক্তির দুই লাখ টাকা ছিনতাই করেছিল দুষ্কৃতী। আজ ও প্রকাশ্য দিবালোকে পালসার বাইক নিয়ে একই ঘটনা ঘটল শিলচরের জনবহুল রাস্তায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, উধারবন্দ থালিগ্রামের বাসিন্দা ভাস্কর রঞ্জন বর্মন আজ দুপুরে স্টেট ব্যাংকের শিলচর প্রধান শাখা থেকে ২ লাখ টাকা উঠিয়ে তার সাথে থাকা কালো সাইড বেগে রাখেন। ঐ বেগে আরো ৩৬ হাজার টাকা ছিল। টাকাগুলো ব্যাগে নিয়ে ঢেউ টিন কেনার জন্য দুপুর দুটোর সময় রাধামাধব রোড- হাসপাতাল রোডের সংযোগস্থলে সুজুকি শোরুম এর সামনে পৌঁছা মাত্রই পালসার বাইক নিয়ে দুই দুষ্কৃতী তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। হেলমেট পরিহিত দুই দুষ্কৃতী দ্রুতবেগে রাধামাধব রোডের দিকে বাইক নিয়ে ছুটে যায়।

ঘটনার পর নীলধ্বজ বর্মনের পুত্র ভাস্কর রঞ্জন বর্মন শিলচর সদর থানায় এক প্রাথমিক এজাহার দাখিল করেছেন। এজাহার অনুযায়ী ওই ব্যাগে ব্যাংকের পাসবুক এবং চেকবুক ও ছিল।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পুলিশ তদন্ত শুরু করলেও দুষ্কৃতীর হদিস বের করতে পারেনি।

Comments are closed.