মুক্তিপণ আদায় করে ফেরার পথে শিলচর বিমানবন্দরে দুর্ধর্ষ জঙ্গি পুলিশের জালে
জেলিয়াং রিভলিউশনারি আর্মির এক দুর্ধর্ষ জঙ্গিকে তিন লক্ষ টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হল কাছাড় পুলিশ। কলকাতা থেকে বিমানে কুম্ভীরগ্রাম আসার পর পুলিশ এই দুর্ধর্ষ জঙ্গিকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করে ।
গোপন খবরের ভিত্তিতে গত মঙ্গলবার মনিপুর সীমান্তে জিরিঘাটের নামডাইলাং গ্রামে লক্ষীপুরের এসডিপিও আসাম রাইফেলস, সিআরপিএফ এবং অন্যান্য সশস্ত্র বাহিনী কে সঙ্গে নিয়ে এক জেডিইউএফ জঙ্গি পাউজূজান রংমাইকে আটক করতে সমর্থ হন; উদ্ধার হয় একটি পিস্তলও। ঐ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, বুধবারের শিলচর- কলকাতা বিমানে আসছে সঙ্গী জঙ্গি রিখি পাউজিয়ান । সেই অনুযায়ী, ওত পেতে থাকে পুলিশ। বিমান থেকে নামার পরেই গ্রেফতার করা হয় পাউজিয়ানকে । তার কাছ থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয় যা সে এক ব্যবসায়ীর মুক্তিপণ হিসেবে পেয়েছিল।
সাংবাদিকদের কাছে তথ্য তুলে ধরে কাছাড় পুলিশের এডিশনাল এসপি জগদীশ দাস জানান, ” ওই সন্দেহভাজন ব্যক্তি তিন লক্ষ টাকা সাথে থাকার কোনো যুক্তিসংগত তথ্য তুলে ধরতে পারেনি। পরে আমাদের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে মনিপুরের একটা কিডন্যাপিংয়ের সঙ্গে এই টাকার সম্পর্ক রয়েছে। তদন্তের স্বার্থে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে না। তদন্ত চলছে, পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে”।
বরাক উপত্যকায় উগ্রপন্থী দল কি সক্রিয় রয়েছে, সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে জগদিশ দাস জানান, “এই উপত্যকায় এরা খুব একটা সক্রিয় নয় তবে এই এলাকাটিকে ওরা করিডর হিসেবে ব্যবহার করছে।”
অসমর্থিত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মনিপুরের এক ব্যবসায়ী অভিজিৎ ধরকে অপহরণ করে নাগা জঙ্গি সংগঠন জেলিয়াং রিভলিউশনারি আর্মি (জেড আর এ) । তার মুক্তিপণ হিসেবে ৪৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে কলকাতার হোটেলে, এই তিন লক্ষ টাকা লেনদেনেরই অংশ ।
Comments are closed.