
বরাকবাসীর জন্য সুখবর: মুম্বাই-শিলচর, শিলচর-ব্যাঙ্গালোর বিমান সেবা চালু করছে ইন্ডিগো এয়ারলাইনস
শিলচর ও মুম্বাইয়ের মধ্যে বিমান সেবা চালু করে ইন্ডিগো এয়ারলাইনস বরাক উপত্যকার জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে। এখন বরাক উপত্যকাবাসী শিলচর থেকে সরাসরি মুম্বাই যেতে পারবেন। ১৮০ আসন বিশিষ্ট বিমানটি মুম্বাই ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুয়াহাটি হয়ে শিলচর আসবে। একইভাবে কুম্ভির গ্রাম বিমানবন্দর থেকে গুয়াহাটি হয়ে মুম্বাই যাবে বিমানটি।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’র শিলচর কার্যালয় থেকে বৃহস্পতিবার এই খবরটি জানিয়ে বলা হয়, ২৯ মার্চ থেকে পরিষেবাটি শুরু হতে চলেছে।
বিমানটি সকাল ৬টা ৫০ মিনিটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবে। গুয়াহাটি পৌঁছোবে ১০টা ১০ মিনিটে।১০টা ৪০ মিনিটে গুয়াহাটি থেকে বিমানটি শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়ে ১১টা ৪০ মিনিটে এসে পৌঁছবে।
শিলচর থেকে শুরু হয়ে যে বিমান মুম্বাই অভিমুখে যাবে সেই বিমানটি ব্যাঙ্গালোর থেকে যাত্রা শুরু করবে বলে জানা যায়। বিমানটি ব্যাঙ্গালোর থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করবে এবং দুপুর ১ টা ১৫ মিনিটে কলকাতায় এসে পৌঁছাবে। সেখান থেকে ১টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে শিলচর এসে পৌঁছবে দুপুর দুটো ৫৫ মিনিটে। একইভাবে শিলচর থেকে মুম্বাই এর উদ্দেশ্যে এই বিমানটি ৩টা ২৫ মিনিটে যাত্রা শুরু করবে।
ইন্ডিগো এয়ারলাইন্সের এই পরিষেবায় নিঃসন্দেহে বরাকবাসী উপকৃত হবেন।
Comments are closed.