আশ্বাস নয় এবার সঠিক দিন ক্ষণ পাওয়া গেল কাগজকল কর্মীদের বেতন প্রদানের ।
মার্চ মাসের ভেতরেই ৩ মাসের বেতন পাচ্ছেন নগাও ও কাছাড় কাগজ কলের কর্মচারীরা। গুয়াহাটিতে আজ কাগজ কল শ্রমিক ও কর্মচারী সংস্থার প্রতিনিধি এবং কাগজ কল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠক শেষে কাগজ কলের ম্যানেজিং ডিরেক্টর শ্রী শশিকান্ত জৈন এই ঘোষণা করেন । বাকি বেতন তিন মাস পর পর প্রদান করা হবে । সংবাদ মাধ্যমের কাছে শ্রী জৈন বলেন যে কাগজ কল গুলো পুরোপুরি ব্যেক্তিগত ক্ষেত্রে যাচ্ছেনা তবে PPP মডেল কার্যকরী করা হবে । এপ্রিল মাস থেকে স্বেচ্ছা অবসরের প্রক্রিয়া শুরু হবে । কাগজ কল দুটোকে পুনরিজ্জীবিত করতে সরকার বদ্ধপরিকর বলে শ্রী জৈন জানান। সঠিক অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যেবস্থা নেওয়া হবে বলে তিনি ব্যেক্ত করেন ।
অন্য একটি সুত্রে জানা গেছে যে তিন মাসের পুরো বেতন (আয়কর বাদ দিয়ে) ১৫ই মার্চের মধ্যে দেওয়া হবে।কাগজ কলে থাকা কেন্দ্রিয় বিদ্যালয় আগের মতোই চালু থাকবে। কর্মচারীদের সার্ভিস কন্ডিশন এর ও কোন পরিবর্তন হবেনা ।
এখানে উল্লেখ করা যায় যে দীর্ঘদিন ধরে পাঁচ গ্রাম ও নওগাঁ কাগজ কল দুটি বন্ধ হয়ে আছে,কর্মীরা প্রায় ১৭ মাস ধরে বেতন হীন। এই সংবাদ কর্মীদের কিছুটা হলে ও স্বস্তি দেবে বলে আশা করা যাচ্ছে ।
Comments are closed.