
জনতা কার্ফুর মধ্যে বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে গুরুতর আহত যুবক
বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে গুরুতর ভাবে আহত হন বিপ্লব রবিদাস নামের এক যুবক। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
জানা যায়, আজ জনতা কারফিউ চলাকালীন ২৮ বছরের বিপ্লব রবিদাস তার সাইটের ম্যানেজারের বাইক নিয়ে রাস্তায় নামে। ক্যাম্প থেকে বেরিয়ে হেলমেট ছাড়া উদ্দাম গতিতে বাইক চালাতে শুরু করে। তার ক্যাম্প থেকে ৭ কিলোমিটার দূরে গুমরা নাথান পুর সড়কে এসে বাইক নিয়ে স্টান্টবাজি করতে করতে এগুতে থাকে। কিন্তু রাজপুর বাগান কালিবাড়ির সামনে এসে বেসামাল হয়ে যায় তার বাইক। ফলে ১০ মিটার দূরে বিপ্লব ছিটকে পড়ে।
স্থানীয় জিপি সভাপতি রাজীব চন্দ ঘটনাস্থলে পৌঁছে বিপ্লবকে কালাইন হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, হেলমেট না থাকার জন্য বিপ্লব মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে বিপ্লবকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, বিপ্লবের বাড়ি ত্রিপুরার কৈলাশহরে। বাংলাদেশ সীমান্তের নাথানপুরে কন্ট্রাক্টরের কাজ করছিলেন বিপ্লব। আজ জনতা কারফিউ থাকায় কাজ বন্ধ ছিল। আর সেই সুযোগে বিপ্লব বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।
Comments are closed.