Also read in

জেলায় কোয়ারেন্টাইনে ৫২ জন ব্যক্তি, করোনা পজিটিভ কেস নেই, জানালেন জেলাশাসক

রবিবার পর্যন্ত কাছাড় জেলায় মোট ৫২ জন ব্যক্তি কে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। এরমধ্যে ৪৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং তিন ব্যক্তি শিলচর এনআইটিতে রয়েছেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ব্যক্তিকে আইসোলেশন রাখা হয়েছে।

তবে জেলায় একজন ব্যক্তিও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত নন, জেলা প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সুমন চৌধুরী খবরটি জানিয়েছেন।

এছাড়া সোমবার থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় করোনা ভাইরাসের আক্রমণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেলা প্রশাসনের তরফে জনসাধারণের উদ্দেশে প্রধান করা হবে। ভুয়ো খবর রুখতে প্রশাসনের তরফ থেকে ডাক্তার অজিত ভট্টাচার্য সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে প্রতিদিন বিকেল পাঁচটায় জেলার করোনা পরিস্থিতির সম্পূর্ণ তথ্য জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরবেন।

জেলায় করোনা আক্রমণ প্রতিরোধ করতে প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। শিলচর মেডিকেল কলেজ এবং সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে বিশেষ ইনটেনসিভ কেয়ার ইউনিট গঠন করা হয়েছে; রয়েছে ডাক্তার এবং নার্সদের বিশেষ দল। জেলার প্রত্যেক এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের তাৎক্ষণিক পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। এদিকে জনসমাগম একে একে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রশাসনের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ মানুষও করোনা ভাইরাস থেকে জেলাকে বাঁচাতে সচেতনতা অবলম্বনে এগিয়ে এসেছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আগামী দুই সপ্তাহ ভারতবর্ষের জন্য অত্যন্ত কঠিন সময়।

Comments are closed.