লক ডাউন ভেঙে বাইরে, পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, উদ্ধার হলো মৃতদেহ
সারা বিশ্ব যখন ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাসের মোকাবিলায় ব্যস্ত, তখন কাছাড়ে একটার পর একটা অঘটন ঘটে চলেছে। লকডাউনের মধ্যেই কাছাড়ে আরও একটা অঘটন ঘটল। পুলিশের হাত থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপ দিল এক যুবক।তারপর থেকে আর তার সন্ধান পাওয়া যাচ্ছিল না, অনেক খুজাখুজির পর শেষমেষ উদ্ধার হল মৃতদেহ।
জানা গেছে, ছেলেটির নাম মইনউদ্দিন বড়ভূঁইয়া ওরফে পাপ্পু। তার বাড়ি সোনাবাড়িঘাটে। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার সোনাই এলাকায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, লকডাউনের মধ্যেও যেখানে-সেখানে লোকেরা দায়িত্বজ্ঞানহীন ভাবে ভিড় করছিল। সেই খবর পেয়ে ভিড় সামলাতে সোনাই পুলিশ সেখানে হাজির হয়।ওই সময় মইনউদ্দিন বড়ভূঁইয়া ওরফে পাপ্পু আরো কয়েকটি যুবকের সঙ্গে কথা বলছিল। কিন্তু পুলিশকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় পাপ্পু। তাদের হাত থেকে রক্ষা পেতে পাপ্পু বরাক নদীতে ঝাঁপ দেয়। তার সঙ্গে আরও দু তিন জন ছিল। কিন্তু অন্যদেরকে পাওয়া গেলেও তখন থেকে পাপ্পুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এসডিআরএফ বাহিনী সঙ্গে সঙ্গে নদীতে সন্ধানের কাজ শুরু করে। শেষ পর্যন্ত বিকাল ৩-৩০ মিনিট নাগাদ এসডিআরএফ জওয়ানরা পাপ্পুকে উদ্ধার করে তবে জীবিত নয় মৃত অবস্থায়। এই ঘটনার সাথে আজকের ঘটে যাওয়া বক্তার উদ্দিন বড়ভূঁইয়ার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা জানা যায়নি ।
Comments are closed.