Also read in

আসামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বরাক উপত্যকায়

উদ্বেগজনক তথ্য এসে পৌঁছেছে বরাক উপত্যকায়। শেষ পর্যন্ত করোনার আগ্রাসী থাবা সম্প্রসারিত হয়েছে এই উপত্যকায়ও। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে নিশ্চিত করেছেন যে ৫২ বছর বয়সী একজন ব্যক্তির করোনা ভাইরাসের পরীক্ষায় পজিটিভ এসেছে। তিনি আসামের প্রথম কোভিড ১৯ রোগী।

তিনি টুইটারে লেখেন,
A 52-year-old person has been found positive for #Coronavirua and is Assam’s first #Covid19 patient. He is undergoing treatment at Silchar Medical College. His condition is stable.

শর্মা আরও জানিয়েছেন, তিনি এখন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।তবে ওই ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

জানা গেছে, এই রোগী করিমগঞ্জ এলাকার বাসিন্দা এবং সম্প্রতি দিল্লিতে ভ্রমণ করেছিলেন। ১৮ মার্চ তাকে প্রথম পরীক্ষা করা হয়। তারপর নমুনাটি এন আই ভি পুনেতে পাঠানো হয়। এনআইডি পুনে আজ নিশ্চিত করেছে যে এই রোগী কোভিড ১৯ সংক্রমণে আক্রান্ত বলে।

শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ড: বাবুল বেজবরুয়া বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে এই রোগী আগে থেকেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন। অধ্যক্ষ বলেন যে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি এই রোগীর ব্যাপারে আরও জানান, এই ব্যক্তি দিল্লি থেকে গুয়াহাটিতে ভ্রমণ করেছিলেন এবং গুয়াহাটিতে বিরাম নিয়ে রাজধানী এক্সপ্রেসে বদরপুর আসেন। তথ্য অনুযায়ী, এই ব্যক্তি বদরপুর এসে পৌঁছান  এবং গত পরশু শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

Comments are closed.