Also read in

কভিড১৯ আক্রান্ত জামালউদ্দিনের দ্বিতীয় টেস্ট হয়নি, সংবাদমাধ্যমে প্রচারিত খবর অসত্য

একটি বহুল প্রচলিত সংবাদপত্রের আজকের সংস্করণে জানানো হয়েছে যে, আসামে কভিড আক্রান্ত প্রথম রোগী জামালউদ্দিনের দ্বিতীয় টেস্ট নেগেটিভ এসেছে। ওই সংবাদপত্রের সূত্রের ভিত্তিতে সামাজিক মাধ্যমগুলোতে ও ছড়িয়ে পড়ে এই খবর। এই সংবাদটি পুরোপুরি অসত্য, জানালেন প্রশাসনের তরফে সুমন চৌধুরী।

তিনি জানান,”জামাল উদ্দিনের কোন দ্বিতীয় টেস্ট করা হয়নি কারণ তার শরীরে এখনো করোনা সংক্রমণের লক্ষণ গুলো যথারীতি রয়েছে। প্রটোকল অনুযায়ী সংক্রমণের লক্ষণ গুলো দূরীভূত হওয়ার ৭২ ঘন্টা পর সুনিশ্চিত হওয়ার জন্য নতুন করে পরীক্ষা করা হয়ে থাকে”।

অসত্য সংবাদ পরিবেশন প্রসঙ্গে ডক্টর ভাস্কর গুপ্ত জানান, “ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের ৫৪ নং ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। কোন সূত্রের ভিত্তিতে ওরা এই ধরনের সংবাদ পরিবেশন করলেন তা জানাতে বলা হয়েছে। পরবর্তী কালে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

রুটিন আপডেট দিতে গিয়ে তিনি জানান, আজ ১০ জনের স্ক্রিনিং করা হয়েছে এবং চারটি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত পজিটিভ কেইস একটাই পাওয়া গেছে এবং ওই রুগী ছাড়া আরও নয় জন মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন।

এই মুহূর্তে শিলচর মেডিকেল কলেজে ২৭৪টি পিপিই কিট রয়েছে এবং স্বাস্থ্য কর্মীদের জন্য অতি প্রয়োজনীয় এন৯৫ মাস্ক রয়েছে ১৭৫০ টি।

আশা করা যাচ্ছে, প্রশাসনের তরফে প্রদত্ত এই স্পষ্টীকরণের ফলে জামাল উদ্দিনকে নিয়ে গুজব ছড়ানো বন্ধ হবে।

Comments are closed.

error: Content is protected !!