গ্রাহকদের কথা ভেবে অভিনব উদ্যোগ স্টেট ব্যাঙ্কের, ঘরের দরজায় এটিএম
করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে যখন সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, তখন কিন্তু বাইরে যেতে না পেরে অনেকেরই অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া টাকার প্রয়োজন সর্বক্ষেত্রেই মানুষের রয়েছে।মানুষের এই প্রয়োজনের কথা উপলব্ধি করে দেশে ব্যাঙ্ক পরিষেবা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজেই লকডাউনের মধ্যে মুশকিলের মধ্যে ব্যাঙ্কারদের কাজ দেশজুড়ে প্রশংসা অর্জন করেছে। কিন্তু গ্রাহকদের কথা চিন্তা করে শিলচরে স্টেট ব্যাংকের এক অভিনব উদ্যোগ সবকিছুকে ছাপিয়ে গেছে।
ব্যাঙ্কের পক্ষ থেকে এটিএম এর মত পোর্টেবল পস-মেশিন সহ ছটি গাড়ি শিলচর শহরে এক কোণা থেকে আরেক কোণায় ঘুরে বেড়াচ্ছে। গাড়ি গুলি শিলচর মেডিকেল কলেজ থেকে শালচাপড়া এবং রংপুর থেকে চেংকুড়ি পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি গাড়িতে একজন করে সদস্য রয়েছেন, যিনি টেকনিকেল দিকটা ভালোভাবে জানেন।এর মাধ্যমে যারা বাড়ি থেকে বের হতে পারছেন না এবং যাদের প্রয়োজন, বিশেষভাবে পেনশনার এবং আর্থিক দিক দিয়ে দুর্বল শ্রেণীর লোকেরা টাকা তুলতে পারবেন।যারা ঘরের বাইরে বেরিয়ে ব্যাঙ্কে যেতে পারছেন না তাদের জন্য এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়। প্রবীণ নাগরিক, পেনশনার এবং আর্থিক দিক দিয়ে অভাবী মানুষরা যাতে এই দুঃসময়ে নগদ টাকার অভাবে অসুবিধায় না পড়েন, সে জন্যই এই ব্যবস্থা।
” প্রতিটি মেশিনে দু লক্ষ টাকা পর্যন্ত মজুদ থাকতে পারে এবং একজন ২০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।তবে কারোর যদি ৫০০০ পর্যন্ত টাকা তোলার প্রয়োজন পড়ে তাহলে বিশেষ ক্ষেত্রে সেটারও অনুমতি দেওয়া হচ্ছে,” জানালেন ব্যাঙ্কের একজন সিনিয়র কর্মকর্তা। তার বিশ্বাস, এই প্রচেষ্টা এটিএমকে তাদের আরো কাছাকাছি নিয়ে যাবে, যারা এই দুঃসময়ে বাইরে বেরোতে পারছেন না।
জানা গেছে, গতকাল এ প্রচেষ্টার অঙ্গ হিসেবে এস বি আই’র হাইলাকান্দি শাখার ব্যাঙ্কাররা আলগাপুরে বসবাসরত একজন ৯১ বছর বয়সী পেনশনারের কাছে যান এবং তার হাতে মাসিক পেনশন তুলে দেন।
বর্তমানে যখন বেশিরভাগ ব্যাঙ্ক ঘরে থাকার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য প্রচার চালাচ্ছে, তখন বলা যায় এটি একটি ভালো বিকল্প তাতে সন্দেহ নেই। কিন্তু সবার জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং সহজ নয়। একদিকে প্রবীনদের জন্য যেমন অনেক সময় তা মুশকিলের, অন্যদিকে আমাদের দেশে এক বিরাট অংশের মানুষের কাছে স্মার্টফোন নেই। এই অবস্থায় স্টেট ব্যাঙ্কের এই উদ্যোগ প্রয়োজনের মুহূর্তে নিঃসন্দেহে মানুষের কাজে আসবে।
Comments are closed.