সামরিক অভিবাদনে শেষ বিদায় বিএসএফ ইন্সপেক্টর মুজিবুরকে
সামরিক অভিবদন, বিভাগীয় শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শেষ বিদায় জানানো হল সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত ইন্সপেক্টর মুজিবুর রহমানকে । দীর্ঘ তিন মাসে আগে থেকে কর্কট রোগে আক্রান্ত হওয়ার জন্য মঙ্গলবার সন্ধ্যায় সেটেলমেন্ট রোডের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৭ বছর । আকস্মিক মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা সহ সহকর্মীদের মধ্যে । মৃত্যকালে রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, তিন কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য পরিজনদের ।
কর্ম জীবনে সীমান্ত সুরক্ষা বাহিনীতে মুজিবুর রহমান যোগদান করেন ১৯৮৩ সালের অক্টোবর মাসে । দীর্ঘ ৩৭ বছর নিষ্ঠার সঙ্গে ভারতের বিভিন্ন সীমান্তে দেশের সেবায় নিজ দায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে অবসর সময়ের আগের দুই বছরের জন্য তাঁকে বদলি করা হয় তাঁর নিজ জেলায়। সেই সুবাদে ইন্সপেক্টর পদে পদোন্নতি নিয়ে তিনি যোগদান করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৪ নং ব্যাটালিয়নে । শেষ কর্মজীবনে উত্তর করিমগঞ্জ সীমান্ত বারোপুঞ্জি বিওপি কোম্পানি কমান্ডার পদের দায়িত্বে ছিলেন তিনি । সৎ, সাহসী, নিষ্ঠাবান একজন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক হওয়ার পাশাপাশি ধার্মিক ব্যক্তি ছিলেন প্রয়াত মুজিবর রহমান ।
গোটা দেশ যখন করোনা মোকাবিলা করতে ব্যস্ত তখন হঠাৎ করে দুরারোগ্য ব্যাধি কর্কট রোগে আক্রান্ত হলে সেই যুদ্ধে আর জয়ী হতে পারেননি ইন্সপেক্টর মুজিবুর রহমান । চাকুরি জীবন থেকে সাময়িক ছুটি নিয়ে বহিঃরাজ্যে চিকিৎসা করাতে যাওয়ার চেষ্টা করলে সেখানে বাদ সাধে লকডাউন । কত কয়েকদিন থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আর সেরে উঠতে পারেননি তিনি । মঙ্গলবার সন্ধা পাঁচটার সময় সেটেলমেন্ট রোডের বাড়িতে না ফেরার দেশে পাড়ি দেন তিনি ।
এদিকে বুধবার সকালে প্রয়াত মুজিবুর রহমানকে ১৩৪ নং সীমান্ত সুরক্ষা বাহিনীর অভিবদন, পুষ্পস্তবক অর্পণের মাধ্যেম শেষ বিদায় জানানোর জন্য তেরঙা মোড়ানো কফিন নিয়ে আসা হয় নিয়ামুরার বাড়িতে । সামরিক অভিবাদন প্রদান কালে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন ১৩৪ নং বিএন বিএসএফ কমাডেন্ট রাভেন্দ্র কুমার, ডেপুটি কমাডেন্ট মদন দান রেন্ট, ইন্সপেক্টর রাকেশ কুমার সহ ০৭ বিএন বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট জরা সিং, এসিস্টেন্ট কমান্ডেন্ট কে কে মিনা, মনোজ কুমার । বিভাগীয় নীতি নিয়ম মেনে অভিবদন, শ্রদ্ধা জ্ঞাপন শেষে তাঁর কফিন বন্দী নিঃশ্বর দেহ সামাজিক দূরত্ব মেনে কবরস্থ করা হয় সুতারকান্দি কুড়িখালা জিপির নিয়ামুরা গ্রামের পৈতৃক ভিটাতে ।
Comments are closed.