
ফেসবুক লাইভে ক্রীড়াবিদদের নিয়ে বাকসের জমজমাট আড্ডায় বিজেন্দ্র প্রসাদ
লকডাউন চলছে দেশজুড়ে। খেলাধূলা থেকে শুরু করে সবকিছু বন্ধ। লকডাউনের অলস দুপুরে ক্রীড়াবিদদের নিয়ে ফেসবুক লাইভে জমজমাট অাড্ডা বসিয়েছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা। রোজ একজন করে ক্রীড়াবিদ ফেসবুক লাইভে অাসছেন।দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন তাঁরা। লাইভ অনুষ্ঠানের ষষ্ঠদিন ছিল অাজ। মঙ্গলবার উপস্থিত ছিলেন বিজেন্দ্রপ্রসাদ সিং। বাকসের মুখপাত্র সায়ন বিশ্বাসকে দিয়ে শুরু হয়েছিল লাইভ অনুষ্ঠান। অবশ্য সেটা ছিল ট্রায়াল। এরপর লাইভে অাসেন প্রাক্তন রনজি ক্রিকেটার প্রকাশ ভগৎ , ফুটবল প্রশিক্ষক সুবীর দে, হকি খেলোয়াড় সঞ্জিত পান্ডে এবং ব্যাডমিন্টন প্রশিক্ষক কবীর অালি। বিজেন্দ্রপ্রসাদকে দেখা যায় নানা ভূমিকায়। তবে অাজ লাইভে ছিলেন প্রাক্তন খেলোয়াড় হিসেবে। নিজের খেলোয়াড় জীবনের দিকে যেমন অালোকপাত করেন, ঠিক তেমনি বরাক উপত্যকায় তাঁর সমসাময়িক খেলোয়াড়দের কথাও বলেন বিজেন্দ্রপ্রসাদ।
বিজেন্দ্র প্রসাদ বলেন, ‘ আমাদের পরিবার খেলাধুলার পরিবার।আমার বাবা ছিলেন একজন ফুটবলার ও রেফারি। আমার কাকা চন্দন সিং সন্তোষ ট্রফিতে অসমের প্রতিনিধিত্ব করেছেন। আর এক কাকা মুক্তি সিংও ভাল ফুটবলার ছিলেন। আমার খুরতুতো ভাই বাবু সিং জুনিয়র স্তরে রাজ্য ফুটবল দলে খেলেছেন। আমার আর এক ভাই তেজু সিং ভারতীয় এ দলের হয়ে খেলেছেন। আমার দাদা রাজা পনেরো বছর জেলার সিনিয়র দলের হয়ে খেলেছেন। ক্রীড়া পরিবার থেকে আসতে পেরে আমি গর্বিত। জেলার অনূর্ধ্ব ১৬ দলের হয়ে প্রথম আন্তঃজেলা আসরে খেলি। তারপর খেললাম অনূর্ধ্ব ১৯ দলের হয়ে। ১৯৯৪ সাল থেকে ২০০৪ অব্দি পনেরো বছর জেলার সিনিয়র দলে খেলেছি। অমল দাসের প্রশিক্ষণে প্রথম জেলা দলে খেলি আমি। তখন নিরঞ্জন দাস ছিল অধিনায়ক। আমি আর নিরঞ্জন একইবয়সী। জেলা দলে সে আমার সিনিয়র ছিল। নিহারেন্দু, মনোজ ভারতী, অলক সরকার ছিল আমার সতীর্থ।
আমরা একবার মিজোরাম গিয়েছিলাম। স্মরণীয় সফর ছিল সেটা। মেহবুব আলম মজুমদার, মনিরুপ সিনহা আমাদের প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার। আমাদের আগেও ভাল খেলোয়াড় ছিল। তবে সে সময় থেকে শিলচরের ক্রিকেটে সাফল্য আসতে থাকে। সেই লিগ্যাসি বহন করে চলেছে পরবর্তী সময়ের খেলোয়াড়রা। হিমাদ্রিশেখর দাস, বিক্রম পালচৌধুরি, প্রকাশ ভগত, তথাগত দেবরায়, দীপ লস্কর, রেইহান, মুশারফ,প্রীতম সহ আরও অনেক খেলোয়াড় আমাদের জেলাকে এগিয়ে নিয়ে গেছে’।
কথায় কথায় তিনি জানান, প্রাক্তন খেলোয়াড়দের সংগঠন শিলচর ভেটেরান ক্রিকেটারস ক্লাবের পক্ষ থেকে তিন জেলার ক্রিকেটের উন্নয়নে কাজ করার ইচ্ছে রয়েছে।
Comments are closed.