শর্তসাপেক্ষে কিছু দোকান খোলার সবুজ সংকেত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তবে আসাম সরকার সিদ্ধান্ত নেবেন ২৭ এপ্রিল
রমজান মাসের শুরুতে লকডাউনে বড়সড় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এখন থেকে শর্তসাপেক্ষে জরুরি পরিষেবা এবং নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ছাড়াও খোলা যাবে কিছু দোকানপাট। শুক্রবার গভীর রাতে এক নির্দেশিকা জারি করে নিত্যপ্রয়োজনীয় নয় এমন পণ্যের কিছু কিছু দোকানও খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। যদিও এই মুহূর্তে আসামে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন নির্দেশিকায় আবাসিক অঞ্চলে থাকা সংশ্লিষ্ট রাজ্য সরকারের শপ এন্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী পঞ্জীকৃত দোকানপাট যেগুলো বাণিজ্যিক এলাকার বাইরে স্বতন্ত্রভাবে রয়েছে এমন দোকানগুলোর ক্ষেত্রে খোলার ব্যাপারে সবুজ সঙ্কেত দিল। পঞ্চাশ শতাংশ কর্মচারী নিয়ে দোকান চালাতে হবে। সবাইকে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তবে দোকান থেকে জিনিস কিনতে যাওয়ার জন্য যানবাহন ব্যবহার করা চলবেনা নিকটবর্তী স্থানে থাকা দোকানে পায়ে হেঁটে যেতে হবে।
হোটেল এবং রেস্টুরেন্ট এই নির্দেশের আওতায় আসবেনা অর্থাৎ এগুলো বন্ধই থাকছে। তবে কোনো অবস্থায়ই বাণিজ্যিক এলাকা শপিং মল গুলোতে দোকানপাট খোলা চলবে না। এছাড়া, হটস্পট এলাকাগুলোতে এই নির্দেশ কার্যকর হবে না।
এদিকে, এই ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে আসাম সরকারের চিফ সেক্রেটারি সঞ্জয় কৃষ্ণ টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, আসামে দোকানপাট খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুদিনের পরিস্থিতি বিচার বিবেচনা করে এই ব্যাপারে ২৭ এপ্রিলে, সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments are closed.