Also read in

৩রা মে লকডাউন উঠলেও পরবর্তী ছয় সপ্তাহ বিভিন্ন বিধি নিষেধ বহাল থাকবে: রাজদীপ রায়

আগামী ৩ মে লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী ৬ সপ্তাহ পরিস্থিতি স্বাভাবিক হবার নয়, আভাস দিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, লকডাউন ওঠার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করে তোলা। কাজেই লকডাউন ওঠার পরই সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে কিংবা জনসমাগম, মেলামেশা স্বাভাবিক ভাবে শুরু হবে, তা কিন্তু মোটেই নয়। লকডাউনোত্তর সময়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে একটি বৈঠকে যোগ দিয়ে রাজদীপ রায় এ কথাগুলো জানান।

ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং দলের বরিষ্ঠ নেতা রাম মাধবের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিলচরের সাংসদ রাজদীপ রায় লকডাউনের পরবর্তী সময়ের পদক্ষেপ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেন।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সর্বত্র লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু এখনো করোনা ভাইরাসের ত্রাস মোটেই কম হয়নি। অসমে ততটা না হলেও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখনো ছড়াচ্ছে এই করোনা ভাইরাসের ত্রাস। কাজেই দেশে সবকিছু স্বাভাবিক হতে এখনো অনেক বাকি। তিনি জানান,সম্প্রতি অনুষ্ঠিত এই বৈঠকে সরকার পরবর্তীতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এ নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজদীপ রায় এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়ে জানান, লকডাউন ওঠার পরেও পরিস্থিতি বুঝে চলতে হবে। ভবিষ্যতেও যাতে জনসমাগমে আমাদের যোগদান অধিকসংখ্যক না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, এসব ব্যাপারে প্রধানমন্ত্রী শেষ কথা বলবেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন সময় মত। তবে আগামী মাসেই লকডাউন পুরোপুরি তুলে দেওয়া হবে, এমনটা ভাবার মানে হয়না বলে সাংসদ উল্লেখ করেন।

Comments are closed.