শিলচরে হারলি-ডেভিডসনের 'লেজেন্ড অন টোর', আজ ঘুংগুরে প্রদর্শনী, থাকছে টেস্ট-রাইড
বিশ্বের অন্যতম বিলাসবহুল মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হারলি-ডেভিডসনের গুয়াহাটি শাখার উদ্যোগে ১৭ দিন ব্যাপী আসাম সফর আয়োজন করা হচ্ছে। ‘লেজেন্ড অন টুর’ নামের সফরটিতে একটি অত্যাধুনিক বাসে করে পাঁচটি মোটরবাইক সোমবার শিলচরে এসে পৌছায়।
সোমবার শিলচরের টাউন ক্লাব মাঠে বাইকগুলো প্রদর্শন করার কথা ছিল কিন্তু জেলা প্রশাসনের তরফে অনুমতি না পাওয়ায় তারা মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজের পাশে ঘুংগুর এলাকায় এটি আয়োজন করছেন।
সোমবার জেলা গ্রন্থাগারের সামনে টুর বাস’টি পুরোদিন রাখা হয় এবং এটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন বয়সের মানুষ বাসটির সামনে দাঁড়িয়ে ছবি তুলেন, অনেকে ছবি গুলো ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে ছবি আপলোডও করেন।
হার্লি-ডেভিডসন গুয়াহাটি শাখার পক্ষ থেকে পল্লব প্রতিম নাথ বাসের সঙ্গে সফর করছেন, তিনি জানান, হারলি-ডেভিডসনের অনুরাগীর সংখ্যা অনেক এবং আমরা যেখানেই পরিদর্শন করেছি ভাল জমায়েত লক্ষ্য করছি। মোটরসাইকেল নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা সফর শেষে কিছু তাৎক্ষনিক অর্ডার পাওয়ার আশা করছি।
সোমবার প্রদর্শনী নিয়ে তিনি বলেন, আমরা পাঁচটি বাইক প্রদর্শন করতে যাচ্ছি এবং দর্শকদের জন্য টেস্ট-রাইড এর ব্যবস্থা থাকবে। তবে এটি ট্রাফিক পরিস্থিতি এবং স্থানীয় প্রশাসনের অনুমতির উপর নির্ভর করবে। প্রদর্শনীটি সকাল ১১টায় শুরু হবে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে।
সফরটি নিয়ে তিনি বলেন, আমাদের ১৭ দিনের দীর্ঘ সফরে নগাও, হোজাই, শিবসাগর, যোরহাট, বঙ্গাইগাও, কোকড়াঝাড়, ইটানগর, ধুবড়ি এবং অন্যান্য অনেক জায়গায় গিয়েছি। আমরা শিলচরেই এবারের সফর শেষ করছি। সব শহরেই ভাল সংখ্যক মানুষ আমাদের মোটরবাইক গুলো দেখতে আসেন এবং মঙ্গলবার প্রদর্শনীতেও ভাল সংখ্যক মানুষ আসবেন বলে আশা করছি আমরা।
Comments are closed.