Also read in

কাছাড়ের ১১ টি গ্রাম সতর্কতা মূলক ভাবে কনটেইনম্যান্ট জোন হিসেবে ঘোষিত

কাছাড় জেলার বিভিন্ন রাজস্ব চক্রের আওতাধীন এগারোটি গ্রামকে সতর্কতা মূলক ভাবে কনটেইনম্যান্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল রাতের কাছাড় জেলার আরো এক কোভিড ১৯ এর ঘটনার পর এধরনের ঘোষণা করা হয়।

কাছাড়ের জেলা উপায়ুক্ত এক আদেশে স্বাক্ষর করে এগারোটি গ্রামকে সতর্কতা মূলক ভাবে কনটেইনম্যান্ট জোন হিসাবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন। আদেশে বলা হয়েছে, কাছাড় জেলায় আটকে পড়া ব্যক্তিরা আজমির শহর থেকে ৬ মে RJ 27 PB 7071 নম্বরের বাসে করে কাছাড়ে এসেছিলেন। ফরিদুল ইসলাম, যিনি নিজেকে শোনিতপুর জেলার বাসিন্দা বলে ঘোষণা করেছিলেন, তিনিও এই বাসে যাত্রা করছিলেন।

আদেশে আরো যোগ করা হয়, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরীক্ষার ফলাফলে সেই ব্যক্তির কোভিড ১৯ পজিটিভ পাওয়া গেছে। এই অবস্থায় নিম্নলিখিত অঞ্চলগুলো সতর্কতা মূলক ভাবে কনটেইনম্যান্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে,

সদর রাজস্ব চক্র
১) বেরেঙ্গা তৃতীয় খন্ড
২) পেচাডোর, রামনগর
৩) তারাপুর চতুর্থ খন্ড
৪) চিরুকান্দি

সোনাই রাজস্ব চক্র

১) দিদারকুশ তৃতীয় খন্ড
২) বাহোরিকান্দি দ্বিতীয় খন্ড
৩) সৈয়দপুর চতুর্থ খন্ড
৪) কজিডহর চতুর্থ খন্ড

উধারবন্দ রাজস্ব চক্র
১) দুর্গানগর ষষ্ঠ খন্ড
২) দয়াপুর দ্বিতীয় খন্ড

লক্ষিপুর রাজস্ব চক্র
১) মাখন নগর, জিরিঘাট

Comments are closed.