Also read in

পারিবারিক বিবাদের জের, বদরপুর এলাকায় ভাইয়ের হাতে ভাই খুন

পারিবারিক অশান্তির জেরে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় বদরপুর এলাকার বছলায়।

একসময় নাগাল্যান্ডে কাজ করতেন, বর্তমানে ঘরেই ছিলেন; লকডাউনের ফলে কিছুদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বড় ভাই মিসবাহ আহমেদ(৪৫) । বেশ কয়েকদিন ধরে চলছিল মদ্যপান, এ নিয়ে সংসারে ঝগড়াঝাটি লেগেই ছিল। বৃহস্পতিবার মদ্যপান করে মা ফাতিমা বেগমকে মারধর করেন মিসবাহ। ছোট ভাই জাকির হোসেনের স্ত্রী রাবেয়া সুলতানা(২৬) শাশুড়িকে রক্ষা করতে গেলে তিনি ও তার শিশু সন্তান আব্দুল হোসেন আহত হন । তখন প্রতিবাদে গর্জে ওঠেন জাকির। তীব্র বাদানুবাদের মধ্যে বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন ছোট ভাই জাকির হোসেন। আক্রমণের তীব্রতায় ছোটাছুটি শুরু করলেও বেশ কয়েকবার আঘাত করতে সক্ষম হন ছোটভাই জাকির । শেষমেষ উঠানে লুটিয়ে পড়েন মিসবাহ, ঘটনাস্থলেই প্রাণ যায় তার ।

খবর পেয়ে বদরপুর থানার ওসি বিনয় কুমার বর্মন, সেকেন্ড অফিসার এম ইসলাম দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু ততক্ষণে জাকির হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments are closed.