Also read in

কাছাড়ের ডিসি বর্ণালী শর্মা বদলি, তার স্থলাভিষিক্ত হচ্ছেন হাইলাকান্দির উপায়ুক্ত কীর্তি জল্লি

আসাম সরকারের এক আদেশ অনুসারে জানানো হয়েছে যে, হাইলাকান্দির বর্তমান জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি, আই এ এস কাছাড় জেলার উপায়ুক্ত হিসেবে নিযুক্ত হয়েছেন। আদেশে উল্লেখ করা হয়েছে, ‘জনস্বার্থে ডেপুটি কমিশনার, হাইলাকান্দি কীর্তি জল্লি আইএএস’কে বদলি করে কাছাড়ের উপায়ুক্ত হিসেবে নিয়োগ করা হলো’।

বরাক বুলেটিনের সাথে বদলির ব্যাপারে কথা বলতে গিয়ে কীর্তি জল্লি জানিয়েছেন, “আমরা সবাই একসাথে কাজ করব”। কোভিড ১৯ সংক্রমণ নিয়ে কাছাড় জেলা এক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে বললে জল্লি আমাদের প্রতিনিধিকে বলেন, ” প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।

হাইলাকান্দি উপায়ুক্ত থাকাকালীন অনেক কৃতিত্বের অধিকারী কীর্তি জল্লির স্থলাভিষিক্ত হচ্ছেন, মেঘা নিধি দাহাল , আইএএস যিনি মুখ্য সচিবের স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

কাছাড়ের বর্তমান জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা, এসিএস এম্প্লয়মেন্টের ডাইরেক্টর হিসেবে বদলি হয়েছেন।

Comments are closed.

error: Content is protected !!