Also read in

কাছাড় জেলার আরো চারটি এলাকা কনটেইনম্যান্ট জোন হিসাবে ঘোষিত, আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা

কাছাড় জেলার আরো চারটি এলাকাকে সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে কনটেইনম্যান্ট জোন ঘোষণা করা হয়েছে।

কাছাড় জেলার লামার গ্রামের সাবির হোসেন মজুমদার, তারাপুর চতুর্থ খন্ডের নামারগ্রামের সাহাবুদ্দিন বড়লস্কর , অরামনগর পেচাডহর এলাকানিবাসী হাসি বেগম লস্কর , আমননেসা ,এবং জুহিনা বেগম লস্কর নামের পাঁচজন ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ আসায় অর্থাৎ করোণা রোগে আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত হবার পর কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট  গতকাল এক আদেশবলে শিলচর সদর রাজস্ব সার্কেলের উত্তর তারাপুর প্রথম খন্ড, দক্ষিণ তারাপুর পঞ্চম খন্ড, পূর্ব তারাপুর পঞ্চম খন্ড এবং পশ্চিম ভিক্টোরিয়া বগলাঘাট গ্রান্ট এলাকা কন্টেইনম্যান্ট জোন হিসেবে ঘোষণা করে সিল করে দিয়েছেন l

এই সিল করে দেওয়া এলাকাসমূহ থেকে কোন ব্যক্তি বের হতে এবং এলাকায় প্রবেশ করতে পারবেন না l ওই এলাকাসমূহে কোন প্রকার যানবাহন চলাচল কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং প্রশাসন কর্তৃক জারি করা সামাজিক দূরত্বের নির্দেশাবলী উক্ত সিল করা এলাকাসমূহে আরও অধিক সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হবে l এই আদেশ উক্ত অঞ্চলসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিল করা অবস্থায় থাকবে l

পূর্ববর্তীতে কাছাড় জেলার ১১ টি এলাকা সতর্কতা মূলক ভাবে কনটেইনম্যান্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। এগুলো হলো ,

সদর রাজস্ব চক্র
১) বেরেঙ্গা তৃতীয় খন্ড
২) পেচাডোর, রামনগর
৩) তারাপুর চতুর্থ খন্ড
৪) চিরুকান্দি

সোনাই রাজস্ব চক্র

১) দিদারকুশ তৃতীয় খন্ড
২) বাহোরিকান্দি দ্বিতীয় খন্ড
৩) সৈয়দপুর চতুর্থ খন্ড
৪) কজিডহর চতুর্থ খন্ড

উধারবন্দ রাজস্ব চক্র
১) দুর্গানগর ষষ্ঠ খন্ড
২) দয়াপুর দ্বিতীয় খন্ড

লক্ষীপুর রাজস্ব চক্র
১) মাখন নগর, জিরিঘাট

Comments are closed.