Also read in

শুক্রবার শ্রমিক এক্সপ্রেসে ঘরে ফিরলেন উপত্যকার ৪৬ জন যাত্রী

বরাক উপত্যকার বাইরে আটকে পড়া শ্রমিকরা এবার ঘরে ফিরছেন। প্রবাসী শ্রমিকদের নিয়ে শ্রমিক এক্সপ্রেস ট্রেন চেন্নাই থেকে মিজোরামের ভৈরবী স্টেশনে পৌঁছালো শুক্রবার। এই ট্রেনে বরাক উপত্যকার ৪৬ জন যাত্রীও ফেরেন ঘরে। ট্রেনটি সকালে বদরপুর স্টেশনে পৌঁছালে বরাক উপত্যকার যাত্রীরা বদরপুরে নামেন। জানা যায়, ৪৬ জন যাত্রীর মধ্যে করিমগঞ্জের ৩৭ জন এবং কাছাড়ের নয় জন যাত্রী রয়েছেন।

করিমগঞ্জের যাত্রীদের প্রথমে পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর তাদেরকে করিমগঞ্জ শহরের তিনটি হোটেলে কোয়ারান্টিনে পাঠানো হয়। সূত্র অনুসারে, ১৬ জনকে কল্পতরু হোটেলে এবং ১৫ জনকে অন্য একটি হোটেলে এবং ছয় জনকে রাধা হোটেলে প্রেরণ করা হয়।

কাছাড় জেলার নয়জন যাত্রীকে শিলচরের আইএসবিটিতে বাকি নিয়ম-নীতি পালনের জন্য কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, রেলমন্ত্রক শ্রমিক দিবস থেকে ‘শ্রমিক এক্সপ্রেস’ ট্রেন চালু করেছে। লকডাউনের জন্য আটকে পড়া প্রবাসী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, শিক্ষার্থী এবং আরো অন্যান্য ব্যক্তিদের নিজেদের স্থানে ফেরত পাঠানোর জন্য এই ট্রেন চালু করা হয়েছে। এই বিশেষ ট্রেনগুলো আটকে পড়া যাত্রীদের ফেরত নিয়ে যাওয়ার জন্য দুই রাজ্য সরকারের অনুরোধের ভিত্তিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করছে।

Comments are closed.