Also read in

বাড়ছে কোভিড সংক্রমণ, ৬৫ বছরের ওপরে এবং ১০ বছরের নিচে সবাইকে ঘরে থাকার আবেদন হিমন্তর

রাজ্যে দ্রুতগতিতে বাড়ছে কোভিড সংক্রমনের ঘটনা। তাই বিনিদ্র রজনী যাপন করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, রাত দুটোয় হাজির হচ্ছেন কোয়ারেন্টাইন সেন্টারে।

সংক্রমণ নিয়ে চিন্তিত স্বাস্থ্যমন্ত্রী ৬৫ বছরের উর্ধ্বে এবং ১০ বছরের নিচে ব্যক্তিদেরকে ঘরের ভেতরে থাকার আবেদন জানিয়েছেন।

শনিবার রাতে আরো চারজনের কোভিড সংক্রমণ ধরা পড়ে ; গুয়াহাটিতে দুই এবং শোনিতপুর ও শিবসাগরে একটা করে। এই নিয়ে সর্ব মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ এবং সক্রিয় থাকা আক্রান্তের সংখ্যা ৫০।

বস্তুত, গুয়াহাটিতে দুটি পজিটিভ রোগীর সংক্রমণ ধরা পড়ে শনিবার রাত দুটোয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে রাত দুটোয় স্বাস্থ্যমন্ত্রী কালাপাহাড় কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে একজন কোভিড আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া তদারকি করেন। অপর আক্রান্ত ব্যক্তি গুয়াহাটির ফাটাশীল এলাকার। উভয়কেই গুয়াহাটির মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শোণিতপুরে শনাক্ত হওয়া রোগী বর্তমানে তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। শিবসাগরের রোগী রয়েছেন জোরহাটে ।

স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাজ্যে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৯৫। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন, মারা গেছেন দুইজন, অন্য রাজ্যে চলে গেছেন দুইজন। এখন বর্তমানে রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৫০।

Comments are closed.