Also read in

কোভিড সংক্রমণ ঠেকাতে প্রশাসন কর্তৃক সেন্ট্রাল রোডের তিনটি হোটেল সিল, স্যানিটাইজেশন শিলচর পৌরসভার

বড়থলের যুবক, যাকে সেন্ট্রাল রোডের এক হোটেলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা হয়েছিল, তার শরীরে কোভিড সংক্রমণের প্রমাণ মেলার পর সেন্ট্রাল রোড এলাকা সংলগ্ন তিনটি হোটেল সিল করে দেওয়া হল, যাতায়াতে ও বিধি নিষেধ আরোপ করা হল।

কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি কীর্তি জাল্লী এক নির্দেশে জানিয়েছেন যে, কাছাড়ের বড়থল, জয়পুর এলাকার স্বপন নায়েক নামের ২৮ বছর বয়স্ক যুবকের দেহে কভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার ফলে ভাইরাস আরও যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আশেপাশের অঞ্চলগুলি তাৎক্ষণিকভাবে সিল করা প্রয়োজন হওয়ায় সরকার প্রদত্ত বিভিন্ন ক্ষমতার অধীনে নিচে উল্লেখিত ভৌগোলিক সীমানার ভিতরে তাৎক্ষণিক ভাবে সিল করে দেওয়া হয়েছে। এই সিল করে দেওয়া এলাকা গুলি হচ্ছে হোটেল দিব্যম ,স্বাগত হোটেল ,সেন্ট্রাল রোড , অরুণ কুমার চন্দ্র সুপার মার্কেটের হোটেল সেন্টার পেলেস l

নির্দেশাবলী বাস্তবায়নের জন্য উল্লিখিত ভৌগলিক অঞ্চলে নিম্নলিখিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে: ১. নিহিত অঞ্চলের বাসিন্দাদের পূর্ব অনুমতি ছাড়া এই এলাকাসমূহে আসা-যাওয়া করতে দেওয়া হবে না l
২. যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
৩. সামাজিক দূরত্ব সম্পর্কিত সমস্ত বিধিবদ্ধ নির্দেশ কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এই আদেশ “অসম COVID-19 রেগুলেশনস, ২০২০” এর অধীনে করা হয়েছে এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, হোটেল কর্নার প্যালেসে সংক্রমনের সংবাদ পেয়ে শিলচর পৌরসভা ও নড়েচড়ে বসে। জেলা প্রশাসনের সহায়তায় পুরো হোটেলকে স্যানিটাইজ করা হয়। তারপর আশেপাশের হোটেল গুলোকে ও স্যানিটাইজ করা হয়। এই স্যানিটেশন অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অভিলাষ বারানওয়াল, আইএএস।

Comments are closed.