
কাছাড়ে আরো দুজন কোভিড আক্রান্ত, আসামে সর্বমোট ১০৬
কাছাড় জেলায় আরো দুইজন কোভিদ সংক্রমনের কবলে। আজ সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে এক টুইটে জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই নিয়ে সমগ্র আসামে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৬। তবে, বর্তমানে রাজ্যে সক্রিয় কোভিদ আক্রান্তের সংখ্যা ৬০ কারণ ৪১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তিনজন মারা গেছেন এবং দুইজন রাজ্যের বাইরে চলে গেছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদের মধ্যে একজন কাছাড় জেলার সোনাই,কাজিডহর এলাকার এবং অপরজন করিমগঞ্জ জেলার। দুজনেই গতকাল গুয়াহাটি হয়ে শিলচর এসে পৌঁছেছিলেন। কাজিডহর দ্বিতীয় খন্ডের আক্রান্ত যুবকের নাম মাহম্বুর লস্কর , বয়স কুড়ি বছর; ইনি পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন।
করিমগঞ্জ আকবরপুরের কোভিদ আক্রান্ত ব্যক্তি হলেন জাবির হোসেন লস্কর (১৮) । উনার উত্তর প্রদেশ ভ্রমণের ইতিবৃত্ত রয়েছে। শিলচর আসার পর উভয়েই ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে ছিলেন।
এই দুইজন আক্রান্তকে নিয়ে কাছাড় জেলায় বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা হল ১৩।
Comments are closed.