Also read in

পশ্চিমবঙ্গের কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে পালিয়ে কাছাড়ে আসা তিন ব্যক্তির মধ্যে একজন কোভিড পজিটিভ

দুঃখজনকভাবে কাছাড় জেলা নিবাসী তিনজন ব্যক্তি পশ্চিমবঙ্গের এক কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে কাছাড়ে পালিয়ে এসেছিলেন এই সপ্তাহের গোড়ার দিকে। আইসিএমআর প্রদত্ত তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক ভাবে আসামের আধিকারিকদের এই তিনজন ব্যক্তির পালিয়ে আসা সম্বন্ধে অবগত করায়।

গত বুধবার কাছাড় জেলা প্রশাসন এই তিনজনকে খুঁজে বের করতে সক্ষম হয় এবং এদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের থ্রোট সোয়াব টেস্ট করা হয়, আজ এই টেস্টের রিপোর্ট এসেছে। ওই তিন ব্যক্তির মধ্যে দুজন কোভিড নেগেটিভ এবং একজন পজিটিভ। টেস্টে নেগেটিভ আসা দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অপরজন হাসপাতালে কোভিড জোনে চিকিৎসাধীন রয়েছেন।

পশ্চিমবঙ্গে পজিটিভ শনাক্ত হওয়া দুজন ব্যক্তি এখানে এসে কি করে কোভিড নেগেটিভ হয়ে গেলেন এই সম্বন্ধে প্রশ্ন করায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জানান, “পশ্চিমবঙ্গে তাদের স্যাম্পল নেওয়া হয়েছিল মে মাসের ১১ তারিখ এবং মে মাসের ১৯ তারিখ তাদের রিপোর্ট এসেছিল। আমরা তাদেরকে ২০ তারিখ ভর্তি করেছিলাম এবং নমুনা সংগ্রহ। তাই মে মাসের ১১ তারিখে পজিটিভ হলে ওদের দুজন সংক্রমণ থেকে ইতিমধ্যে সেরে উঠেছেন।”

এই ত্রয়ী কি করে পশ্চিমবঙ্গ থেকে এই সুদীর্ঘ ভ্রমণ শেষে কাছাড়ে এসে পৌঁছালেন সেটা একটা রহস্য। আন্তঃ রাজ্য সীমানার বাধা কি করে অতিক্রম করে এলেন, কে তাদের সাহায্য করলো, সেটা এখনো অজানা। তবে সান্তনা এতটুকু যে, এদের মধ্যে দুজন এই ডামাডোলের মধ্যেই সেরে উঠেছেন।

Comments are closed.