কুম্ভিরগ্রাম বিমানবন্দর পুরনো ছন্দে, স্পাইসজেট বিমান পৌঁছালো ৪৪ যাত্রী নিয়ে
৬২ দিনের লকডাউন অতিক্রম করে শিলচর বিমানবন্দরটি মঙ্গলবার আবার সক্রিয় হয়ে ওঠে। এসজি-৮১৫২ স্পাইসজেট বিমানটি গুয়াহাটি থেকে ৪৪ জন যাত্রী নিয়ে শিলচরে পৌঁছার সঙ্গে কুম্ভিরগ্রাম বিমানবন্দরটি কিছুটা হলেও পুরনো ছন্দে ফিরে আসে।
স্পাইসজেট বোয়িং এসজি-৮১৫২ নয়াদিল্লি থেকে গুয়াহাটি হয়ে শিলচর বিমানবন্দরে অবতরণ করে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটে। দুজন নাবালক সহ ৪৪ জন যাত্রী ছিলেন বিমানে। যাত্রীদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা ছিল বিমানবন্দরে। ডক্টর অরূপ পাটোয়া বিমানবন্দরে স্ক্রিনিংয়ের ব্যবস্থাদির দেখাশুনা করেছেন। স্পিনিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এবং সামাজিক দূরত্ব বজায় রেখে লাগেজ সংগ্রহ করার পর যাত্রীদের নিয়ে যাওয়া হয় শিলচর এনআইটি’র কোয়ারেন্টাইন সেন্টারে। কোয়ারেন্টাইন সেন্টারে কাছাড়ের ৩০ জন যাত্রীর সোয়াব সংগ্রহ করা হয়।
অন্যদিকে করিমগঞ্জ এবং হাইলাকান্দির যাত্রীদের বাসে করে সুরক্ষার সঙ্গে নিজের নিজের জেলায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, কলকাতা ও শিলচরের মধ্যে বিমান চলাচল শুরু হয়নি, কারণ পশ্চিমবঙ্গ সরকার ২৭ মে পর্যন্ত পুনরায় বিমান চালু করতে রাজি হয়নি। সেই অনুযায়ী আগামীকাল পর্যন্ত শিলচর ও কলকাতার মধ্যে কোন বিমান চলাচল করবে না।
কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি সকালে গিয়ে কুম্ভিরগ্রাম বিমান বন্দর পরিদর্শন করেন। সব যাত্রীদের প্রবেশপথেই স্ক্রিনিং করার ব্যাপারটি সুনিশ্চিত করেন । তিনি সেইসঙ্গে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং লাগেজ স্যানিটাইজেশনের ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
Comments are closed.