Also read in

চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক পীযূষকান্তি দাস, সংবাদমহলে শোকের ছায়া

খবরটা অবিশ্বাস্য হলেও সত্যি যে সাংবাদিক পীযূষকান্তি দাস আর আমাদের মধ্যে নেই। অসময়ে চলে গেলেন উত্তর-পূর্বাঞ্চলের এই বিশিষ্ট সাংবাদিক। গুয়াহাটির এক বেসরকারি হাসপাতালে বুধবার রাত ১১টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। স্ত্রী শান্তশ্রী সোম, এক কন্যা, পরিবারের সদস্য এবং অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে সংবাদ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই অসময়ে চলে যাওয়াকে কেউ মেনে নিতে পারছেন না। গুয়াহাটি থেকে শিলচর সংবাদ মহলের প্রত্যেকেই শোক ব্যক্ত করছেন।

বেশ কয়েক মাস ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। কয়েক মাস আগে দিল্লিতে তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। তার স্ত্রী তাকে একটি কিডনি প্রদান করেন। এরপর কিছুদিন সুস্থ থাকলেও সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় বুধবার রাতে। সবার সব প্রচেষ্টাকে ব্যর্থ করে ব্লাড ক্যান্সারের কারণে বিশিষ্ট সাংবাদিক তথা সমাজকর্মী পীযূষ দাস চিরতরে চোখ বুজেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী শান্তশ্রী সোম, এক কন্যা, আত্মীয় পরিজন এবং অগুনতি বন্ধুবান্ধবদের রেখে গেছেন।

কর্মসূত্রে তিনি গুয়াহাটির নিউজ লাইভের শিলচরের সংবাদদাতা ছিলেন। সাংবাদিক জীবন শুরু করেছিলেন দৈনিক সোনার কাছাড় পত্রিকার একজন সাংবাদিক হিসেবে।জড়িত ছিলেন আজকাল ও অমৃতবাজার পত্রিকার সঙ্গেও। তাছাড়া ‘খোঁজখবর’ নামে একটি কেবল নিউজেরও জন্মদাতা তিনি। সাংবাদিকতার পাশাপাশি সমাজ সেবার কাজেও তিনি জড়িত ছিলেন। তার মৃত্যুতে বরাক উপত্যকার সাংবাদিক জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে তার মৃতদেহ হয়তো বুধবার রাতেই নিয়ে রওনা দেওয়া হবে অথবা বৃহস্পতিবার নিয়ে আসা হবে। শেষ সময়ে পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধবরা তার সঙ্গে ছিলেন।

Comments are closed.