বরাক উপত্যকায় আরো ১১, আসামে সর্বমোট কোভিড আক্রান্ত এখন পর্যন্ত ৮৩১
কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে; বরাক উপত্যকায় আজ আরো ১১ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে; এরা সবাই রাজ্যের বাইরে থেকে এসেছেন।
আজ সংক্রমণ ধরা পড়া আক্রান্তদের মধ্যে কাছাড় জেলার হলেন,
ইকবাল বাহার বড়ভূইয়া, (৩০ বছর), উজানগ্রাম, কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত: মুম্বাই
আলমগীর সুলতান (১৮) বৎসর, ভ্রমণ বৃত্তান্ত : আলিগড়
ধীরাজ কুমার জৈন (৩৬) বৎসর, জানিগঞ্জ, শিলচর কাছাড় ভ্রমণ বৃত্তান্ত : ভাগলপুর, বিহার
মাহমুদুল হান্নান রাজ বড়ভূইয়া (২২ বছর,) বড়যাত্রাপুর, কাছাড় , ভ্রমণ বৃত্তান্ত : মুম্বাই
শাহিল আলম বড়ভূঁইয়া ( ২০ বছর) বাশখাল, কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত: গুজরাট
ফারুক আহমেদ লস্কর (২০ বছর) ফুলবাড়ি, কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত : মুম্বাই
আমিনুল হক বড়ভূইয়া, (১২ বছর) ,গোসাইপুর কাছাড়, ভ্রমণ বৃত্তান্ত: গুজরাট
করিমগঞ্জ জেলার ,
সাহিদ আহমেদ (২৫ বছর), ভ্রমণ বৃত্তান্ত: নভি মুম্বাই
ওয়াহিদ আহমেদ (২০ বছর), ভ্রমণ বৃত্তান্ত: নভি মুম্বাই
হাইলাকান্দি জেলার রয়েছেন,
আবদুল রহমান (৩০ বছর, ভ্রমণ বৃত্তান্ত: পশ্চিমবঙ্গের ছাগলিয়া সীমান্ত
সাকির আহমেদ মজুমদার (২২ বছর), ভ্রমণবৃত্তান্ত: মহারাষ্ট্র
আজ দ্বিপ্রহরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক টুইটের মাধ্যমে জানিয়েছেন যে, সমগ্র রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত- ৮৩১, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭, সক্রিয়ভাবে আছেন ৭৩৭ এবং মারা গেছেন ৪
Comments are closed.