Also read in

শিলচর মেডিক্যাল কলেজে সার্জারি ওয়ার্ড পরিণত হল কোভিড ব্লকে, শয্যা বেড়ে ২০৬

কোভিড ১৯ য়ের প্রকোপ প্রচন্ড রকম ভাবে বেড়ে যাওয়ায় অধিক সংখ্যক রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করল। কাছাড়ের জেলা উপায়ুক্ত আজ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। কোভিড ওয়ার্ডে বর্তমানে আশিটি শয্যা এবং তিনটি ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে। এই অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়ার প্রস্তাব অনুসারে সার্জারি ওয়ার্ডকে কোভিড ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ ড: বেজবরুয়া বলেন, জেলা উপায়ুক্তের হাসপাতাল পরিদর্শন তথা পরিস্থিতি পর্যবেক্ষণের পর আমরা কোভিড ১৯ মোকাবিলায় সার্জারি ওয়ার্ডকে ব্যবহার করার সিদ্ধান্ত নেই। সেই অনুসারে বর্তমানে আরও একশ কুড়িটি শয্যা বাড়ল।

এদিকে বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর বেজবরুয়া জানান, বর্তমানে যেসব রোগী সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন সেই রোগীদের অর্থোপেডিক্স ওয়ার্ডে স্থানান্তরিত করা হচ্ছে।

অন্যদিকে শিলচর মেডিক্যাল কলেজে এই সুবিধা প্রদানের পাশাপাশি প্রশাসন করিমগঞ্জ ও হাইলাকান্দিতে করোনা মোকাবিলায় আরও ইউনিট স্থাপন করছে। এর ফলে শিলচর মেডিক্যাল কলেজের উপর থেকে কিছুটা চাপ কমবে বলে মনে করছেন ডঃ বেজবরুয়া।

শিলচরের সাংসদ রাজদীপ রায় আজ এসকে রায় সিভিল হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখতে হাইলাকান্দি গিয়েছিলেন। তার সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট অভিজিৎ স্বামীও ছিলেন। রায় তার ফেসবুক পেজে এক পোস্টে জানান, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধে তিনি হাইলাকান্দি জেলার সিভিল হাসপাতাল পরিদর্শন করেছেন, যেখানে ৫০ জন রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

তিনি তার ফেসবুক পোস্টে আরও জানান, শিলচর মেডিক্যাল কলেজে ২০৬টি, করিমগঞ্জে ৫০ টি শয্যা প্রস্তুত রয়েছে এবং আরও ৫০ টি প্রস্তুত হচ্ছে এবং হাইলাকান্দিতে ৫০ টি শয্যা রয়েছে। সব মিলিয়ে বর্তমানে বরাক উপত্যকায় করোনা মোকাবিলায় ৩৫৬ শয্যার ব্যবস্থা রয়েছে। তাছাড়া শিলচর মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে দিনে ১০০০ স্যাম্পল পরীক্ষা করা সম্ভব।

এদিকে আজ আরও তিনজন কোভিড ১৯ রোগী শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া পেলেন। দ্বিতীয়বারের পরীক্ষায়ও নেগেটিভ আসার পর তাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হয়।

Comments are closed.

error: Content is protected !!