Also read in

আনলক ১.০: মন্দির-মসজিদ, শপিংমল খোলার অনুমতি ৮ জুন থেকে; কার্ফু রাত ৯টা থেকে সকাল ৫টা

৩০ জুন পর্যন্ত বাড়ানো হল লকডাউন, তবে শিথিল হচ্ছে বিধি-নিষেধ

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেদিকে নজর রেখে সরকার ৩০ জুন পর্যন্ত লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।তবে শুধুমাত্র কন্টেনমেন্ট এলাকা ছাড়া দেশের বাকি অংশে আগামী ৮ জুন থেকে শপিংমল ও রেস্টুরেন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের হাত থেকে দেশকে সুরক্ষিত রাখার জন্য গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউন ৪.০ আগামী ৩১ মে শেষ হওয়ার কথা, ইতিমধ্যে সরকারের তরফ থেকে লকডাউন ৫.০-র ঘোষণা করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় স্পষ্টই বলা হয়েছে, কনটেন্টমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। তবে তার বাইরে তিনটি পর্যায়ে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পাশাপাশি, নাইট কার্ফুর সময়সীমাও কিছুটা কমানো হয়েছে।

আগে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত যে কার্ফুর সময়সীমা ছিল তা কমিয়ে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত করা হয়েছে। যদিও এই কার্ফু সারা দেশেই বলবৎ থাকবে বলেই জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, কনটেন্টমেন্ট জোনের বাইরে প্রথম পর্যায়ে যে ছাড়গুলি দেওয়া হবে সেগুলি ৮ জুন থেকে বল বলবৎ হবে। সেখানে বলা হয়েছে ৮ তারিখ থেকে হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন শপিং মল, ধর্মীয় স্থান সবই খুলে দেওয়া হবে। তবে সেখানে সামাজিক দুরত্ববিধি ও অন্য নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।

জুলাই মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, কোচিং সেন্টার খুলে দেওয়া হবে। তবে তা রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই। যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে নিয়ম লাগু করা হবে, তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, মানবসম্পদ উন্নয়নমন্ত্রক ও রাজ্য সরকার একযোগে ঠিক করবে।

তৃতীয় পর্যায়ে আন্তর্জাতিক ও স্থানীয় উড়ান পরিষেবা, মেট্রো রেল পরিষেবা, লোকাল ট্রেন পরিষেবা, সিনেমা হল, জিম, পার্লার, স্পা, সুইমিং পুল, বার, অডিটরিয়াম খোলার ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে যে কোনওরকম সামাজিক, রাজনৈতিক, খেলাধুলো, বিনোদনমূলক অনুষ্ঠান কবে থেকে শুরু করা যাবে, সেই ব্যাপারেও রাজ্যের সঙ্গে আলোচনা করে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে নির্দেশিকায়।

Comments are closed.