Also read in

বরাক উপত্যকায় কোভিড আক্রান্ত আরও আট; হাইলাকান্দির পাঁচ, করিমগঞ্জের তিন

সমগ্র দেশ জুড়ে করোণা সংক্রমন বেড়েই চলেছে, পাল্লা দিয়ে বেড়ে চলছে বরাক উপত্যকা তথা আসামের কোভিড আক্রান্তের সংখ্যাও।

আজকের দিনে এখন পর্যন্ত বরাক উপত্যকায় নতুন করে ৮ জন রোগীর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে তিনজন করিমগঞ্জ জেলার এবং পাঁচ জন হাইলাকান্দির ।

হাইলাকান্দিতে শনাক্ত হওয়া রোগীরা হলেন ৩০ বছর বয়স্ক আনোয়ার হোসেন, ৮ বছরের শিশু নিংথই চানু, ৩০ বছরের যুবক আব্দুল মোতলিব, ৯ বছরের শিশু অনুস দেবনাথ, ২০ বছরের যুবক হিজাব উদ্দিন লস্কর। আনোয়ার, চানু এবং হিজাব মহারাষ্ট্র থেকে এসেছিলেন। দিল্লি থেকে আসা শিশু অনুস হোম কোয়ারেন্টাইন ছিল। আনোয়ার হোসেন কাটলিছড়া পলিটেকনিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। আব্দুল মুতলিব এবং নিজাম উদ্দিন লস্কর আব্দুল লতিফ চৌধুরী কলেজে প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন ছিলেন। নিংথই চিনু হাইলাকান্দি সিভিল হাসপাতাল ভর্তি রয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বরাক উপত্যকায় কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ১১০, ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৪ জন, মারা গেছেন একজন।

Comments are closed.