Also read in

কোভিড : সংখ্যা বেড়েই চলেছে, বরাক উপত্যকায় নতুন করে আক্রান্ত আরও ৫

আজ দুপুর ১-৫৫ মিনিটের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইটে জানা গেছে যে, সমগ্র অসমে করোণা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৬৭২ য়ে পৌঁছেছে। বরাক উপত্যকায় আক্রান্তের সংখ্যা আরো ৫ জন বাড়লো।

বরাকের আক্রান্তরা সবাই করিমগঞ্জ জেলার এবং এদের সবার বয়স ১৯ থেকে ৩২ এর মধ্যে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী আক্রান্তরা হলেন, করিমগঞ্জের বিদ্যানগরের ১৯ বছর বয়সী আব্দুল কাদির, বড়পুঞ্জির ২৭ বছর বয়সী সাদিক হোসেন, মারারাহ’র ৩২ বছর বয়সী জামির উদ্দিন, মারেরা’র কুড়ি বছর বয়সী দিলওয়ারা বেগম, মাংপিঙ্গরপুলের ২৪ বছর বয়সী আব্দুল রৌফ।

এদের সবারই ভ্রমণ বৃত্তান্ত রয়েছে বলে জানা গেছে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ ১-৫৫ মিনিটের টুইট থেকে জানা গেছে যে, সমগ্র রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৭২ জন; এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৩৭ , সক্রিয়ভাবে আছেন ১৩২৮ , মারা গেছেন ৪ জন।

Comments are closed.

error: Content is protected !!